ক্রীড়া ডেক্স : শেষ ৮ রানে ৭ উইকেট হারিয়ে আত্মসমপর্ণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের৷ শনিবার ঘরের মাঠে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে সুপার ওভারে জয় ছিনিয়ে নিলেও সোমবার মোহালিতে কিংস ইলেভেনের কাছে ১৪ রানে হারল দিল্লি৷
প্রীতি জিন্টার পঞ্জাবের বিরুদ্ধে ১৬৭ রান তাড়া করে জয়ের কাছাকাছি পৌঁছেও হার মানল সৌরভের দিল্লি৷ ১৫৬ রানে অল-আউট হয়ে যায় শ্রেয়স আইয়াররা৷ ঋষভ পন্ত আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ইনিংস৷ ১৪৪ রানে চার উইকেট থেকে ১৫২ রানে ১০ উইকেট পড়ে দিল্লির৷সূত্র:কলকাতা ২৪x৭
মতিহার বার্তা ডট কম ০১ এপ্রিল ২০১৯=
Leave a Reply
You must be logged in to post a comment.