শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মা ডলফিন।

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মা ডলফিন।

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মা ডলফিন।
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মা ডলফিন।

অনলাইন ডেস্ক: রোববার (২২ মে) সকালে সৈকতের লেম্বুরচর পয়েন্টের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, এটি জেলেদের জালে প্যাঁচানো ছিল। সেখান থেকে ছুটে এটি জীবিত অবস্থায় ভেসে আসে। পরে ১০টার দিকে এটি মারা যায়। এটির পেটে বাচ্চা রয়েছে।

ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে আমরা গবেষণা করছি।’

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, শুধু ইরাবতি ডলফিনই নয়, আইনানুযায়ী বাংলাদেশে সব ধরনের ডলফিনই সংরক্ষিত।

তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ডলফিন হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বিধান অন্তর্ভুক্ত করা রয়েছে। এ ছাড়া মৃত ডলফিনের দেহাবশেষ অবৈধভাবে কারও কাছে পাওয়া গেলেও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply