শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
কক্সবাজারে ৩টি ওয়ান শুটারগানসহ ৫ জন জলদস্যু গ্রেফতার

কক্সবাজারে ৩টি ওয়ান শুটারগানসহ ৫ জন জলদস্যু গ্রেফতার

কক্সবাজারে ৩টি ওয়ান শুটারগানসহ ৫ জন জলদস্যু গ্রেফতার
কক্সবাজারে ৩টি ওয়ান শুটারগানসহ ৫ জন জলদস্যু গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মেঘনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি মার্কেন্টাইলে ডাকাতির ঘটনায় ৫ জন জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত সোয়া ১১টায় কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদারপাড়া এরাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার উত্তর নাগপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মোঃ আবু বক্কর (৫৫) একই থানার রাজাখালী গ্রামের নুরু ছগিরের ছেলে মোঃ মোজাম্মেল হক (৫১), দক্ষিণ দুরুং গ্রামের মোঃ ফেরদৌসের ছেলে মাহমুদুল করিম(৪২) শিকদারপাড়া গ্রামের আবু ছৈয়দের ছেলে দিদারুল ইসলাম (৪৮) ও খদ্দারছড়া গ্রামের সোনা মিয়ায় ছেলে মোঃ মিনার (২৯)।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের মুখপাত্র সিনিঃ সহকারী পরিচালক, মোঃ নূরুল আবছার।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদারপাড়ায় মোঃ হোসেন আলীর চৌচালা বসতঘরের ভিতরে ডাকাতি করার উদ্দেশ্যে ৫/৬ জন ডাকাত অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ মে) রাত সোয়া ১১টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কোমড় থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ডাকাত মোঃ মোঃ আবু বক্করের বিরুদ্ধে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় অস্ত্র, ডাকাতি এবং মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। ডাকাত মাহমুদুল করিমের বিরুদ্ধে একই থানায় অস্ত্র, এবং মাদক সংক্রান্ত ১টি মামলা রয়েছে এবং ডাকাত মোঃ মিনারের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় অস্ত্র, মারামারি, চুরি, ডাকাতি সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, চকরিয়া, পেকুয়া, কতুুবদিয়া ও মহেশখালী এলাকার সংঘবদ্ধ জলদস্যু তারা। ঘটনার দিন নৌ পথে ট্রলারে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলো তারা। এছাড়াও এই দল দীর্ঘদিন যাবৎ চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী এলাকাসহ সাগর পথে বিভিন্ন চ্যানেলে ডাকাতি করে আসছে।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply