শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট নেশন টেককে ৫ রানে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ

২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট নেশন টেককে ৫ রানে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ

২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট নেশন টেককে ৫ রানে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ
২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট নেশন টেককে ৫ রানে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ

ক্রিড়া ডেস্ক : টান টান উত্তোজনাপূর্ণ খেলা শেষে হাড্ডা-হাড্ডি লাড়াই করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ‘র কাছে মাত্র ৫ রানে হারলো লীগ টেবিলে শীর্ষে থাকা নেশন টেক। গুরুত্বপূর্ণ এই খেলায় উভয় ইনিংসে শতরানের দেখা পেল দুই ব্যাটার। শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের মেহদী মারুফ দশটি ৬ ও বারটি  বাউন্ডারীর মাধ্যমে ৫৯ বলে ১২৬ রান করেন। অপরদিকে নেশন টেকের অভিষেক মিত্রা দশটি ৬ ও ১১টি চারের মধ্যে দিয়ে ৫৭ বলে ১২৫ রান করেন।

গত সোমবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় নেশন টেক কে মাত্র ৫রানে হারালো শহীদ শামসুল আলম স্মুতি সংঘ।

টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেয় নেশন টেকের অধিনায়ক সাজিদ। মেহেদী মারুফের ঝড় ইনিংসে নির্দ্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। মেহেদী মারুফের ১২৬ ছাড়াও রকি করে দলের পক্ষে ৫৬ রান।

নেশন টেকের সুজন ৪৪ রানে ও গোলাম ৪৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।

২২৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে সময় সহজে জয়ের লক্ষের দিকে এগিয়ে যেতে থাকে নেশন টেক। ফাইটার রাজশাহী‘র সাথে প্রথম খেলায় ৯৯ রানে অপরাজিত থাকা ব্যাটার অভিষেক আবারো ভয়ঙ্কর হয়ে উঠে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের কাছে। ১৭ ওভার শেষে যখন নেশন টেকের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৮ বলে ২৮ রান, ঠিক সেই মুহুত্বে অভিষেক ব্যাক্তিগত ১২৫ রানে অফ স্পিনার শুভর মিডিল স্ট্যাম্পের বল অহেতুক সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যায়। এছাড়াও সোহাগ গাজী ২৮ রান করেন।  নেশন টেকের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পরে ১১রান  এবং  শেষ বলে লাগে ৬ রান কিন্তু  রানার শেষ বলে  শুভ ব্যাটে বল লাগাতে ব্যর্থ হলে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। শামসুল আলম স্মৃতি সংঘের হাবিব ৪০ ও গাফ্ফার ৪৮ রানে ৩টি করে উইকেট লাভ করেন।শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ তাদের দুই খেলা শেষে ৪ পয়েন্ট এবং নেশন টেক ৫ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শহীদ শামসুল আলম স্মৃতি সংঘে মেহেদী মারুফ।

দিনের অপর খেলায় সেন্টিনেন্স এসবিআই টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় মুক্তি সংঘকে। নিদ্ধারিত ২০ ওভারে মুক্তি সংঘ সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের পক্ষে মুক্তার আলী ১৯ বলে ৫০ রান ছাড়াও জুনায়েদ সিদ্দিকী ও মাসুম ৪০ রান করেন।

১৯৪ রানে জয়ের লক্ষে ব্যাট করতে এসে সেন্টিনেন্স এসবিআই‘র ইনিংস ১৮.১ ওভারে ১৩৫ রানে থেমে গেলে মুক্তি সংঘ  ৫৮ রানে ম্যাচ জিতে নেয়। দলের পক্ষে আল আমিন জুনিয়ার ৩৫ ও দেলোয়ার ৩৪ রান করেন। ফলে মুক্তি সংঘ ৪ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে নেশন টেকের সাথে যৌথ ভাবে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এদিকে সেন্টিনেন্স‘র ৪ খেলায় মাত্র ২ পয়েন্ট। আজ মঙ্গলবার লীগের দুইটি গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় অংশ নিবে ফাইটার রাজশাহী ও রাইমা রেঞ্জার্স। অপর খেলাটি অনুষ্ঠিত হবে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ও মুক্তি সংঘের মধ্যে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply