সাগরে ডুবতেই ডুবুরিকে গিলে ফেলল তিমি, তারপরও বেঁচে গেলেন, কী ভাবে?

সাগরে ডুবতেই ডুবুরিকে গিলে ফেলল তিমি, তারপরও বেঁচে গেলেন, কী ভাবে?

সাগরে ডুবতেই ডুবুরিকে গিলে ফেলল তিমি, তারপরও বেঁচে গেলেন, কী ভাবে?
সাগরে ডুবতেই ডুবুরিকে গিলে ফেলল তিমি, তারপরও বেঁচে গেলেন, কী ভাবে?

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রে নেমে তিমির মুখের মধ্যে ঢুকে গিয়েছিলেন এক ডুবুরি। ৪০ সেকেন্ড ধরে তিমির মুখে আটকে ছিলেন ওই ব্যক্তি। তার পর যা হল, জানলে চমকে যাবেন…

এ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! নীল সাগরে ডুব দিতে গিয়ে এক ব্যক্তিকে গিলে ফেলল আস্ত তিমি। তার পরও প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। কী ভাবে?

মাইকেল প্যাকার্ড নামে ম্যাসাচুসেটসের এক ব্যক্তি এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। পেশায় তিনি একজন ডুবুরি। এক বার সাগরে ডুব দিতে গিয়ে হাম্পব্যাক তিমির মুখের মধ্যে ঢুকে যান তিনি। প্রায় চল্লিশ সেকেন্ড ধরে তিমির মুখের মধ্যে ছিলেন ওই ডুবুরি।

ভেবেছিলেন এ যাত্রায় আর রক্ষা পাবেন না তিনি। কয়েক সেকেন্ড নিজের এই পরিণতিতে স্ত্রী-ছেলেমেয়েদের কথাই ভাবছিলেন। এমন সময় তিমিটি যখন ছটফট করছিল, তখনই তার মুখ থেকে বেরোন মাইকেল। ভাগ্যিস নিজের ফুসফুসের ক্ষতি হয়নি, এটা ভেবে ঈশ্বরকে ‘অশেষ ধন্যবাদ’ জানিয়েছেন ডুবুরি।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply