রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দ্বিতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে শি পুতিনকে বলেছেন, ইউক্রেনের সঙ্কট সমাধানের জন্য সকল পক্ষকে ‘দায়িত্বপূর্ণভাবে’ কাজ করা উচিত। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া শি রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ইউক্রেনের পরিস্থিতি সমাধানে সহায়তা করার জন্য চীনের ইচ্ছার কথা আবার জানিয়েছেন শি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ওপর নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। দেশটি এই সমস্যা সমাধানে আলোচনার আহ্বান জানান। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুতিন ও শি বিশদ কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply