শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ফাইনালে, এলিমেনিটর পর্বে জয় পেয়েছে মুক্তি সংঘ

শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ফাইনালে, এলিমেনিটর পর্বে জয় পেয়েছে মুক্তি সংঘ

শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ফাইনালে, এলিমেনিটর পর্বে জয় পেয়েছে মুক্তি সংঘ
শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ফাইনালে, এলিমেনিটর পর্বে জয় পেয়েছে মুক্তি সংঘ

তুসার: কোয়ালিফাইড রাউন্ডে রাইমা রেঞ্জার্সকে ৪ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌছেল শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। এলিমেনিটর রাউন্ডে উত্তেজনাপূর্ণ খেলায় শেষ বলে বাউন্ডারী মেরে এক উইকেটে নেশন টেককে পরাজিত করে ২য় কোয়ালিফাইড পর্বে উঠে মুক্তি সংঘ।

মঙ্গলবার (২১ জুন) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের কোয়ালিফাইড রাউন্ডের খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এসএস আলম স্মৃতি সংঘের অধিনায়ক ফরহাদ হোসেন। খেলার শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পরে রাইমা রেঞ্জার্স। সোহান, রমজান ও মিজানকে হারায় দলীয় ১৬ রানের মাথায়। এর পর ইমরুল কায়েশ আউট হন দলের ৫৬ রানে। এরপর জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা দলের হাল ধরলে নির্ধারিত ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে রাইমা রেঞ্জার্স। ফরেন খেলোয়াড়দের মধ্যে সিকান্দার রাজা ৩৪, ইমরুল কায়েশ ২৯ ও শ্রীলঙ্কান থিসারা পেরেরা ১ রান করেন। এসএস আলম স্মৃতি সংঘের আলাউদ্দিন বাবু ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।

১১৭ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের খেলোয়াড়এসএস আলম স্মৃতি সংঘের মেহরাব হোসেন অহিনের ৪৭ বলে অপরাজিত ৫৮ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে সহজ জয় তুলে ফাইনালে চলে যায় এসএস আলম স্মৃতি সংঘ। রাইমা রেঞ্জার্স এর মোহর ১৫ রানে ৩ উইকেট লাভ করেন।

দিনের অপর এলিমেনিটর রাউন্ডের উত্তোজনাপূর্ণ খেলায় শেষ বলে বাউন্ডারী মেরে মুক্তি সংঘকে জেতায়রাজিবুল। মুক্তি সংঘের ৯ উইকেট পরে গেলে শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আবু হায়দার রনি‘র শেষ বলটি অফ স্ট্যাম্পের উপর ফুলটস করলে  রাজিবুল বলটি ফ্লাস করে ১ম ও ২য় স্লিপের মাঝখান দিয়ে বাউন্ডারী লাইন পার করলে মুক্তি সংঘ ১ উইকেটে ম্যাচ জিতে নেয়। বৃষ্টি বিঘিœত এই খেলাটি ১২ ওভারে অনুষ্ঠিত হয়। টস জিতে মুক্তি সংঘ নেশন টেককে ব্যাটিং করতে পাঠালে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করেন। অভিষেক মিত্র ১৮ বলে ৩৮ রান করেন। মু্িক্ত সংঘের মুক্তার আলী ১৫ রানে ৪ উইকেট লাভ করেন। ১০৯ রানের জবাবে মুক্তি সংঘ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলে নেয়। মুক্তি সংঘের সাহদাত ১৪ বলে ২৬ রান করেন। নেশন টেকের সুজন ২১ রানে ৩ উইকেট লাভ করেন। আগামী ২৩ জুন রাইমা রেঞ্জার্স ও মুক্তি সংঘের মধ্যে জয়ী দলটি ফাইনালে এসএস আলম স্মৃতি সংঘের সাথে খেলবে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply