শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
একজন মা-মাটি ও নিপিড়ীত মানুষের নেতা খন্দকার আজিজুল হক আরজু

একজন মা-মাটি ও নিপিড়ীত মানুষের নেতা খন্দকার আজিজুল হক আরজু

একজন মা-মাটি ও নিপিড়ীত মানুষের নেতা খন্দকার আজিজুল হক আরজু
একজন মা-মাটি ও নিপিড়ীত মানুষের নেতা খন্দকার আজিজুল হক আরজু

এস,এম জহুরুল হক, পাবনা : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে চলছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ এর মধ্যে এগিয়ে রয়েছেন পাবনা-০২ নির্বাচনী এলাকার আ.লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি জনাব খন্দকার আজিজুল হক আরজু।

খন্দকার আজিজুল হক আরজু ১৯৫৮ সালের ৭ এপ্রিল পাবনা’র বেড়া উপজেলার নাটিয়াবাড়ির রাজনারায়ণপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা খন্দকার আজিজুল হক আরজু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। পেশায় ব্যবসায়ী হলেও তিনি একজন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের আদর্শে ও জাতীয় চার নেতার নীতিতে অনুপ্রাণিত খন্দকার আজিজুল হক আরজু।

তারই পরিপ্রেক্ষিতে তিনি বেড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এছাড়াও তিনি নগরবাড়ি বণিক সমিতির সম্মানিত সভাপতি পদে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক, সাংস্কৃতিক ধর্মীয় ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

পাবনা জেলা আওয়ামী লীগের রাজনীতিতে তৃণমূলের নেতৃত্বের চাওয়া-পাওয়া ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন খন্দকার আজিজুল হক আরজু। তিনি কতটা দেশপ্রেমিক তার প্রমাণিক দলিল হিসাবে রয়েছে “শেকড় থেকে শিখরে” শিরোনামে হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য ও সংস্কৃতি সম্পৃদ্ধ বঙ্গবন্ধুর মুর‌্যাল নির্মাণ করেছেন তার ব্যক্তিগত অর্থায়নে পাবনা’র নগরবাড়ি এলাকায়।

এছাড়া সংসদ সদস্যর দায়িত্ব থেকে করেছেন নানা মুখি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। যার সুফল ভোগ করছেন পাবনা’র (সুজানগর-বেড়া আংশিক) ০২ আসনের এলাকার মানুষেরা। ফলশ্রুতিতে তৃণমূল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা খন্দকার আজিজুল হক আরজুকে তারা পাবনা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চান।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply