শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
নিয়ামতপুরে চেক হাতিয়ে নিয়ে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে চেক হাতিয়ে নিয়ে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে চেক হাতিয়ে নিয়ে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
নিয়ামতপুরে চেক হাতিয়ে নিয়ে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

 নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভূয়া এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল ইসলাম তার কোম্পানিতে চাকুরি দেওয়ার নামে বিভিন্ন জনের নিকট হতে ফাঁকা চেক হাতিয়ে চেকে ইচ্ছামত টাকা বসিয়ে মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(২৩ জুলাই) বিকাল ৪ টায় নিয়ামতপুর পেষ্টিসাইড অফিসার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এডি কোম্পানির মালিক শরিফুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেখের দাইড় গ্রামের আফসার আলীর ছেলে। তার কোম্পানিতে ভূয়া নিয়োগ পাওয়া নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম।

তিনি বলেন, বিগত দুই বছর আগে আমাদের নিয়োগ দেওয়ার সময় ফাঁকা চেক নেয়। চাকরি শুরুর পর যে সমস্ত কীটনাশক পণ্য দেয় তার কোন গুনগত মান না থাকায় সেগুলো মার্কেটে না চলায় হিসাব বুঝিয়ে চাকরি ছেড়ে দিলে এডি কোম্পানির মালিক শরিফুল ইসলাম আমাকে চেক দিতে অনীহা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিমপেক্স কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার ইউনুস আলী, উইন এগ্রো কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার সাকিব হাসান শুভ প্রমূখ।

বক্তরা বলেন, এডি এগ্রো কোম্পানিতে চাকুরি দেওয়া নামে ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চাকুরি প্রার্থীদের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দিয়েছে এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল। তার পণ্যের কোন লাইসেন্স ছিল না। তিনি সারা দেশে থেকে কোম্পানিতে লোকনিয়োগ দিবে বলে, ফাঁকা চেকে টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়েছে। এতে সবকিছু হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছে চাকুরি প্রার্থীরা উপায়ন্তু না দেখে মানববন্ধন করেছে এসব চাকুরি প্রার্থীরা।

চেক জালিয়াতির বিষয়ে জানতে চাইলে এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল ইসলাম বলেন, আমার কোম্পানিতে চাকরি করার সময় বকেয়া রাখার কারণে শরিফুলের বিরুদ্ধে ৩৬ লক্ষ টাকার চেক মামলা দেওয়া হয়েছে।

মতিহার বার্তা/এমআরটি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply