শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
লোভে পড়ে বেশি খেয়ে পেট ফেঁপে ঢোল? হাতের কাছেই রয়েছে সমাধান

লোভে পড়ে বেশি খেয়ে পেট ফেঁপে ঢোল? হাতের কাছেই রয়েছে সমাধান

লোভে পড়ে বেশি খেয়ে পেট ফেঁপে ঢোল? হাতের কাছেই রয়েছে সমাধান
লোভে পড়ে বেশি খেয়ে পেট ফেঁপে ঢোল? হাতের কাছেই রয়েছে সমাধান

তামান্না হাবিব নিশু: হজমের সমস্যা কমাতে কাজে আসতে পারে বহুপ্রচলিত একটি টোটকা, জিরে ভেজানো জল।আত্মীয়ের বাড়ি গিয়ে বেশি খাওয়া হয়ে গিয়েছে? ফিরে এসে মাকে বলতেই মা বললেন, ‘এক গ্লাস জিরে ভেজানো জল খা, ঠিক হয়ে যাবে’। শুধু হজমের সমস্যাতেই নয়, জিরে ভেজানো জলের এই টোটকা শরীরের অন্যান্য বেশ কিছু সমস্যা সমাধানেও উপযোগী। জিরের কাজ শুধু স্বাদবৃদ্ধি নয়, স্বাস্থ্যরক্ষাতেও কাজে আসতে পারে জিরে ভেজানো জল।

১। ক্যালোরিতে কম

২০ থেকে ২১ গ্রাম জিরেতে ক্যালোরির পরিমাণ মাত্র ৮ একক। তাই জিরে ভেজানো জল খেলে দেহের ক্যালোরির মাত্রা খুব একটা বাড়ে না। শুধু জল না, জিরে দিয়ে দিতে পারেন স্যালাড কিংবা তরকারিতেও।

২। পেট ভাল রাখতে

জিরে পেটে গ্যাস জমতে দেয় না। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, যা অনেকটাই কমায় পেট ফাঁপার সমস্যা। ভারী খাবার খাওয়ার পর এক গ্লাস জিরের জল খেলে বদহজমের আশঙ্কা কমে।

৩। বিপাক বাড়াতে

জিরে দেহের বিপাক হার বৃদ্ধি করে। ফলে যাঁরা অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে ফেলতে চান, তাঁদের জন্য বেশ উপযোগী হতে পারে জিরে ভেজানো জল।

কী ভাবে বানাবেন জিরের জল?

উপকরণ

অল্প জিরে

জল

প্রণালী:

প্রথমে একটি কাপে ঠান্ডা জল নিয়ে তাতে জিরে ভিজিয়ে রাখুন। কিছু ক্ষণ পর জল থেকে জিরে ছেঁকে নিন। ভিজে জিরেতে ঢেলে দিন গরম জল। কিছু ক্ষণ উষ্ণ জলে ভিজিয়ে রাখলে, জিরে ফুলে ওঠে এবং বায়ো-অ্যাক্টিভ উপাদান নির্গত করে, যা জলে মিশে যায়। জল কিছুটা ঠান্ডা হয়ে এলে সেই জল পান করুন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply