শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান পূর্ণ করলেন তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান পূর্ণ করলেন তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান পূর্ণ করলেন তামিম
ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান পূর্ণ করলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলার মাধ্যমে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।

হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার (০৫ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তামিমের রান ছিল ২২৬ ইনিংসে ৩৭ গড়ে ৭৯৪৩ রান। ৫০ ওভারের ম্যাচে ১৪ সেঞ্চুরির সঙ্গে ৫৩টি অর্ধশতক রানের ইনিংস ছিল তার ব্যাট থেকে। আর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফিফটির সংখ্যা আরও একটি বাড়িয়ে নিলেন টাইগার অধিনায়ক।

এদিন তিনি ৮৮ বল মোকাবিলায় ৯ বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে সিকান্দার রাজার বলে ক্যাচের শিকার হয়ে আউট হন। সাজঘরে ফেরার আগে ওয়ানডে ইতিহাসে ৩৩তম ব্যাটার হিসেবে তিনি পূর্ণ করেন আট হাজার রান। তবে বাংলাদেশিদের মধ্যে তিনিই প্রথম এ কীর্তি গড়েন। এর আগে যথাক্রমে চার, পাঁচ, ছয় ও সাত হাজার রানের মাইলফলকও বাংলাদেশিদের মধ্যে প্রথম তিনিই স্পর্শ করেছিলেন।

টাইগার ব্যাটারদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে তামিমের পরে আছেন সাকিব আল হাসান। ২০৯ ইনিংসে ৩৭.৭৩ গড়ে তার রান সংখ্যা ৬৭৫৫। ক্যারিয়ারে ৯ সেঞ্চুরির সঙ্গে তিনি ফিফটির দেখা পেয়েছেন ৫০টি। জিম্বাবুয়ে সিরিজে তিনি নেই দলে। তাই তাকে ছাড়িয়ে টাইগার ব্যাটারদের মধ্যে সেরা দুইয়ে জায়গা করে নেয়ার সুযোগ পাচ্ছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ২১৮ ইনিংসে ৩৬.৭৯ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৬৬৯৭ রান। ৮ সেঞ্চুরির সঙ্গে ওয়ানডে ক্রিকেটে তার ফিফটির সংখ্যা ৪১টি।

তার পরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২১০ ইনিংসে ৩৪.৮০ গড়ে ওয়ানডে ক্রিকেটে তিনি করেছেন ৪৬২৯ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে ২৫টি ফিফটির ইনিংস এসেছে তার ব্যাট থেকে। টাইগার ব্যাটারদের মধ্যে সেরা পাঁচে থাকা মোহাম্মদ আশরাফুল আছেন অঘোষিত অবসরে। তিনি ১৬৮ ইনিংসে ২২.৩৪ ব্যাট করে ৩৪৬৮ রান করেন। তার ব্যাট থেকে ৩ সেঞ্চুরির সঙ্গে এসেছে ২০ অর্ধশতক রানের ইনিংস।

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply