শিরোনাম :
প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের মৃত্যু; বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ‘শাড়ি ক্যানসার’ কেন হয়? তার উপসর্গই বা কী? জানালেন চিকিৎসক ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, তবে মানতে হবে কিছু নিয়ম মল্লিকার সঙ্গে চুমু বিতর্ক, মুখ দেখাদেখি বন্ধ কুড়ি বছর, সাক্ষাৎ পেয়ে কী করলেন ইমরান? ক্যাটরিনার জন্যই সলমনের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ইদে স্বামীকে নিয়ে ভাইজানের বাড়িতে আলিয়া! রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা, না খেয়ে, জল না পেয়ে মৃত্যু! সাজা যাবজ্জীবন রাজশাহীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২ পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ ঈদের সাথে যুক্ত হওয়া নববর্ষের উচ্ছ্বাসে বিনোদন স্পট পরিপূর্ণ
মুরগি কাটা, মশলা বাটা সবই পারেন প্রভা

মুরগি কাটা, মশলা বাটা সবই পারেন প্রভা

মুরগি কাটা, মশলা বাটা সবই পারেন প্রভা
সাদিয়া জাহান প্রভা। ফাইল ফটো

বিনোদন ডেস্ক: লাল রঙের ছোট একটি টুলে বসে আছেন এক নারী। তার পায়ের নিচে বটি। হাতে মুরগির মাংস। বোঝাই যাচ্ছে, তিনি মাংস কাটছেন। একটু খেয়াল করলে বোঝা যায়, তিনি আসলে সুদর্শনা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ছবিটি প্রভা নিজেই শেয়ার করেছেন। এতে তার পরনে দেখা গেছে নীল রঙের সালোয়ার। বন্ধনীমুক্ত চুল ঝুলে আছে দুই কাঁধ বেয়ে। আর তিনি পূর্ণ মনোযোগে কাটছেন মুরগি।

ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘কারণ, বান্ধবীর বুয়া আসেনি। তাই মুরকি কেটে দিয়েছি এবং আদা-রসুনও বেটে দিয়েছি।’

অভিনেত্রী হলেও ঘরের সব কাজ পারেন প্রভা। আদর্শ ঘরণি হওয়ার সবগুণই আয়ত্ব করেছেন তিনি। সেটাই যেন বুঝিয়ে দিলেন এই ছবির মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় প্রভা। প্রায়শই নতুন ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন প্রভা। তার রূপের দ্যুতিতে আলোকিত হয় অনুরাগীদের মন। যদিও মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশের সুযোগ পান না কেউ। কারণ অভিনেত্রী কমেন্ট অপশন বন্ধ করে রাখেন।

দিন দুয়েক আগেই একটি নতুন ছবি শেয়ার করেছেন প্রভা। সেখানে দেখা যায়, সবুজে ঘেরা অপূর্ব এক ঝিলের পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে সাদা-হলুদ রঙের পোশাক। হাস্যোজ্বল মুখে চেয়ে আছেন অন্যদিকে। যেন ঝিলের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি হলুদ পাখি।

প্রভাকে সর্বশেষ দেখা গেছে ‘বিউটি টেইলার্স’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে। পোশাক শ্রমিকদের গল্পে নির্মিত হয়েছিল এটি। যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন প্রভা। এছাড়া তাকে দেখা গেছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিকেও।

মতিহার বার্তা /এএম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply