ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি তাম্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন। এতে ৫টি স্বর্ণ ও ১টি তাম্র পদক পেয়ে রানরআপ হয়েছে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন।
রবিবার (২৩ অক্টোবর) ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এস এম তৌহিদুল আলম, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য, রংপুর রিজিয়নের অধিনে ফুলবাড়ী ২৯ বিজিবির আয়োজনে ১৫ টি ব্যাটালিয়নের অংশগ্রহনে গত ১৬ অক্টোবর থেকে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়। গতকাল রবিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ ব্যাটালিনের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সমাপ্ত হয়। এছাড়াও প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সিপাহী মো. সোহাগ গাজী এবং শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় হিসেবে সিপাহী রনি বিপ্লব নির্বাচিত হন।
Leave a Reply
You must be logged in to post a comment.