প্যান্ট ছাড়াই রাস্তায় বেরিয়ে গেলেন উরফি

প্যান্ট ছাড়াই রাস্তায় বেরিয়ে গেলেন উরফি

প্যান্ট ছাড়াই রাস্তায় বেরিয়ে গেলেন উরফি
প্যান্ট ছাড়াই রাস্তায় বেরিয়ে গেলেন উরফি

তামান্না হাবিব নিশু: মন যেটা চায়, সেটাই তিনি করেন। তাকে আটকানোর সাধ্য কারোর নেই। কারণ ফ্যাশন নিয়ে তার মতো এক্সপেরিমেন্ট আর কে-ই বা করে।

এবার প্যান্ট না পরে রাস্তায় বেরিয়ে শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ। নীল রঙের ফিশ প্রিন্টেড পোশাক পরে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিলেন উরফি।

প্যান্ট না পরে রাস্তায় বেরোতেই উরফিকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। তারপরেই শুরু হয় একের পর এক ছবিতে ক্লিক। মাছের মতো প্রিন্টেড পোশাকে সঙ্গে হাই হিল সাদা রঙের জুতো পরেছেন ফ্যাশনিস্তা।

পোশাকের সঙ্গে টেনে বাধা চুল। পাপারাৎজিদের মধ্যে একজন পরম সুন্দরী বলেও ডেকেছেন উরফিকে। তবে পাপারাৎজিরা তাকে পরম সুন্দরী বললেও প্যান্ট না পরায় চরম ট্রোলড হয়েছেন উরফি জাভেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply