অনলাইন ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের মাদক সম্রাট ও ১২ মামলার পলাতক আসামি সাদেক আলীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছয় শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান, মাদক সম্রাট ও ১২ মামলার পলাতক আসামি সাদেক আলীকে গ্রেপ্তার করা আমাদের চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তার অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছিল। তার বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এরপর আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে গ্রেপ্তার করার একটি ছক তৈরি করি। সাদেক আমার সেই ছকে পা দিলে আমি সঙ্গী এ এস আল আমিন ও ফোর্স নিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
Leave a Reply
You must be logged in to post a comment.