শিরোনাম :
বরাবরই বয়সে ছোট পাত্রের দিকেই নজর মালাইকার কলা খেয়ে খোসা ফেলে দেন? কোন ৫ টোটকা জানলে আর এমন ভুল করবেন না ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চাই! আবদার করে তার কারণও জানালেন ব্রিটেনের টিকটক তারকা মঙ্গল থেকে পৃথিবীর বুকে ভেসে এল ‘ভিন্‌গ্রহীদের’ সঙ্কেত রাজশাহীস্থ বৃহত্তর পাবনা সমিতির সাথে খায়রুজ্জামান লিটনের মতবিনিময় মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৪ ও ২৫নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার – ২৫ পুঠিয়া উপজেলায় : আইনশৃংখলার চরম অবনতি সাধারণ মানুষ চরম আতঙ্কে পুঠিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মলদ্বারে আটকে শসা, রোগীর মন্তব্য, ‘অনেক খেতাম, বীজ থেকেই গজিয়েছে!’

মলদ্বারে আটকে শসা, রোগীর মন্তব্য, ‘অনেক খেতাম, বীজ থেকেই গজিয়েছে!’

মলদ্বারে আটকে শসা, রোগীর মন্তব্য, ‘অনেক খেতাম, বীজ থেকেই গজিয়েছে!’
মলদ্বারে আটকে শসা, রোগীর মন্তব্য, ‘অনেক খেতাম, বীজ থেকেই গজিয়েছে!’

আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষা চলাকালীন চিকিৎসকরা দেখেন, রোগীর মলদ্বারে কিছু একটা আটকে রয়েছে। এর পরই তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

পশ্চাদ্দেশে ব্যথার কারণে ঠিক মতো হাঁটতে পারছিলেন না। ব্যথাটা ক্রমে বাড়তে থাকায় হাসপাতালে ছোটেন বছর চল্লিশের এক ব্যক্তি। চিকিৎসকদের জানান তাঁর সমস্যার কথা। ব্যথার উৎস কী, তা জানতে চিকিৎসকরা এক্স রে করার সিদ্ধান্ত নেন।

পরীক্ষা চলাকালীন চিকিৎসকরা দেখেন, রোগীর মলদ্বারে কিছু একটা আটকে রয়েছে। এর পরই তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা তখনও বুঝতে পারেননি রোগীর মলদ্বারে আটকে থাকা বস্তুটি আসলে কী। অস্ত্রোপচার করতে গিয়েই চমকে ওঠেন তাঁরা। চিকিৎসকরা দেখেন, রোগীর মলদ্বারে আস্ত একটি শসা আটকে রয়েছে। অস্ত্রোপচার করে শসা বার করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার শেষে রোগী তাঁর সমস্যার কথা জানতে চেয়েছিলেন চিকিৎসকদের কাছে। তখন তাঁরা জানান, মলদ্বারে আস্ত একটি শসা আটকে ছিল। সে কারণেই ব্যথা এবং হাঁটতে সমস্যা হচ্ছিল। এর পরই চিকিৎসকরা রোগীকে জিজ্ঞাসা করেন, কী ভাবে মলদ্বারে শসা আটকে ছিল? তখন রোগী উত্তর দেন, তিনি জানতেন না যে তাঁর মলদ্বারে শসা আটকে রয়েছে।

এর পরের উত্তরের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না চিকিৎসকরা। রোগী দাবি করেন, “আমি শসা খেতে খুব ভালবাসি। প্রচুর শসাও খাই। হয়তো অতিরিক্ত শসা খাওয়ার জন্য বীজ থেকে ওই শসা গজিয়েছে।” যদিও রোগীর এই দাবিকে নস্যাৎ করেন চিকিৎসকরা। সুস্থ হওয়ার পর রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাটি কলম্বিয়ার বারানোয়ার।

ঠিক একই রকম ঘটনার কথা কিছু দিন আগে প্রকাশ্যে এসেছিল। ভেনেজুয়েলার এক ব্যক্তির মলদ্বারে বিয়ারের বোতল আটকে গিয়েছিল। অস্ত্রোপচার করে সেই বোতল বার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply