শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
দুবাইয়ে তরুণীর প্রস্তাব ‘সালমান, মুঝসে শাদি করোগে?’

দুবাইয়ে তরুণীর প্রস্তাব ‘সালমান, মুঝসে শাদি করোগে?’

দুবাইয়ে তরুণীর প্রস্তাব ‘সালমান, মুঝসে শাদি করোগে?’
দুবাইয়ে তরুণীর প্রস্তাব ‘সালমান, মুঝসে শাদি করোগে?’

তামান্না হাবিব নিশু: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। মাঝে অবশ্য করোনাভাইরাস মহামারির থাবায় সেই ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়েছিল। তবে চার বছর পর আবারও ঈদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজানের সিনেমা। ঈদ উপলক্ষে শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি। মুক্তির পর সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন সমালোচকরা। তবে দর্শকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

শুরুটা ধীরগতির হলেও শেষ পর্যন্ত অবশ্য কিসি কা ভাই কিসি কা জান সিনেমাটির আয় থেমে থাকেনি। মুক্তির চার দিনের মাথায় ভারত এবং ভারতের বাইরে থেকে ছবিটির আয় শত কোটি রুপি ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বলিউড বিশেষজ্ঞ সাকনিল্ক জানান, মুক্তির প্রথম দিন ভারতে কিসি কা ভাই কিসি কা জানের আয় ছিল মাত্র ১৩ কোটি রুপি। তবে পরের দুই দিনে অর্থাৎ শনিবার এবং রোববারে সিনেমাটির আয় বেড়ে যথাক্রমে ২৫ এবং ২৬ রুপিতে দাঁড়ায়। সোমাবারে অবশ্য সিনেমাটির আয় নেমে এসে দাঁড়ায় ১০ কোটি রুপিতে। চারদিন শেষে সিনেমাটি শুধু ভারত থেকে ৭৪ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী চার দিনে সিনেমাটির মোট আয় ১০০ কোটি পেরিয়েছে।

বলিউড হাঙ্গামা জানায়, সিনেমাটির চার দিনের আয় আশাব্যঞ্জক হলেও সামনে এ ধারা অব্যাহত থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সিঙ্গেল স্ক্রিনে আবার ছবিটি বেশ সফল। সালমানের বিগত ঈদের সিনেমার তুলনায় কিসি কা ভাই কিসি কা জান ছবিটির আয় তেমন উল্লেখযোগ্য না। তবে মহামারি পরবর্তী মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে ছবিটির আয় বেশ ভালোই।

সালমান খানের বিগত কয়েকটি ছবি বক্স অফিসে ব্যবসাসফল হয়নি। তাই পরবর্তী ছবিতে কোনো কিছুর কমতি রাখেননি ৫৮ বছর বয়সি এই অভিনেতা। ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘জয় হো’-এর পর ‘কিসি কা ভাই কিসি কা জান’ সালমানের ক্যারিয়ারের অন্যতম তারকাবহুল সিনেমা। সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘ভিরাম’র রিমেক।

ফরহাদ সামঝি পরিচালিত কিসি কা ভাই কিসি কা জান সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন বিগ বস খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, জাগপতি বাবু প্রমুখ। কিসি কা ভাই কিসি কা জান সিনেমাটি এ বছরের শেষদিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে কিসি কি ভাই কিসি কা জানের প্রচারে দুবাই গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঈদের পর নিজের ছবি, মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাই পৌঁছে অনুরাগীদের মাঝে হাজির হন ‘ভাইজান’। তাকে সামনাসামনি দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন তার অনুরাগীরা। সেখানে তাকে ঘিরে নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এর মধ্যে এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘সালমান, মুঝসে শাদি করোগে?’ (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘না সালমান, তুমি কখনো বিয়ে করবে না।’ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানান সালমান। এই অভিনেতা বলেন, ‘একদম ঠিক কথা বলেছ।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply