শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট
কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

ফারহানা জেরিন: রাসায়নিক নির্ভর এই রং চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

বাড়তে থাকা স্ট্রেস মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুর দিকে দু’-একটা পাকা চুল, এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু চোখের নিমেষে সংখ্যায় তারা এমন হারে বেড়ে চলেছে যে, তাদের আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

১) চা পাতা ভেজানো জল

পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় কালো চা। দু’টেবিল চামচ চা পাতা জলে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই।

২) কফি ভেজানো জল

চায়ের মতো কফিও পাকা চুলে রং আনতে দারুণ ভাবে কাজ করে। এক টেবিল চামচ কফি জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই জল মাথায় মেখে রাখুন। কফি মাখার পর চুলে একটু চিটচিটে ভাব আসতে পারে। অসুবিধা হলে শ্যাম্পু করে নিতে হবে।

৩) কারি পাতা

কম বয়সে চুল পেকে গেলে কারিপাতা সবচেয়ে ভাল উপায়। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে মাথায় মালিশ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল পাকা রুখতে দারুণ কাজ করে কারি পাতা।

৪) আমলকি

আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকার সমস্যা রুখতে সাহায্য করে। তিন টেবিল চামচ আমলা পাউডার, তিন টেবিল চামচ হেনা পাউডার ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন। দু’ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলে রং ধরবে, পুষ্টিও পাবে।

৫) আখরোট

আখরোট খুবই দামি। তা মাথায় মাখতে ইচ্ছা না করতেই পারে। তবে আখরোটের খোসা ভেজানো জল মাথায় মেখে রাখলেও চুল কালো হবে। সুফল পেতে গেলে নিয়ম করে ব্যবহার করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply