শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার মহানগরীতে রাসিক মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটন, পথসভা চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে নারী সাংবাদিককে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেইরি ফামার্স এ্যাসোসিয়েশন রাজশাহী জেলার নেতৃবৃন্দের সাথে লিটনের মতবিনিময় মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভা অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান লিটনের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণা সভা মহানগরীর ৩টি আইসক্রীম ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা রাজশাহী মহানগরীতে হত্যার মামলার আসামি গ্রেফতার
কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট
কম বয়সে পাকা চুল ঢাকতে রাসায়নিক রং নয়, হেঁশেলের ৫ উপাদানই যথেষ্ট

ফারহানা জেরিন: রাসায়নিক নির্ভর এই রং চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

বাড়তে থাকা স্ট্রেস মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুর দিকে দু’-একটা পাকা চুল, এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু চোখের নিমেষে সংখ্যায় তারা এমন হারে বেড়ে চলেছে যে, তাদের আর চাপা দিয়ে রাখা যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। তাই চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে পারেন ঘরোয়া পাঁচ উপাদানে।

১) চা পাতা ভেজানো জল

পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় কালো চা। দু’টেবিল চামচ চা পাতা জলে ফুটিয়ে নিন। এই জল ঠান্ডা করে মাথায় লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই।

২) কফি ভেজানো জল

চায়ের মতো কফিও পাকা চুলে রং আনতে দারুণ ভাবে কাজ করে। এক টেবিল চামচ কফি জলে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে এই জল মাথায় মেখে রাখুন। কফি মাখার পর চুলে একটু চিটচিটে ভাব আসতে পারে। অসুবিধা হলে শ্যাম্পু করে নিতে হবে।

৩) কারি পাতা

কম বয়সে চুল পেকে গেলে কারিপাতা সবচেয়ে ভাল উপায়। নারকেল তেলে কারি পাতা ফুটিয়ে নিন। এই তেল ছেঁকে নিয়ে মাথায় মালিশ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল পাকা রুখতে দারুণ কাজ করে কারি পাতা।

৪) আমলকি

আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকার সমস্যা রুখতে সাহায্য করে। তিন টেবিল চামচ আমলা পাউডার, তিন টেবিল চামচ হেনা পাউডার ও এক টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন। দু’ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলে রং ধরবে, পুষ্টিও পাবে।

৫) আখরোট

আখরোট খুবই দামি। তা মাথায় মাখতে ইচ্ছা না করতেই পারে। তবে আখরোটের খোসা ভেজানো জল মাথায় মেখে রাখলেও চুল কালো হবে। সুফল পেতে গেলে নিয়ম করে ব্যবহার করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply