নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে নারী সাংবাদিকে হুমকি প্রতিবাদে (৭ নং ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী মোঃ মতির বিরুদ্ধে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওই সাংবাদিকের নাম: ইফফাত আরা মমি, তিনি রাজশাহী থেকে প্রকাশিত নতুন মাত্রা নামের একটি অনলাইন নিউজ পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
বুধবার বিকাল ৫ টায় রাজশাহী পদ্মা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক ইফফাত আরা মমি তার লিখিত বক্তব্যে বলেন, মঙ্গলবার (৬ জুন) সন্ধা ৬ টায় সংবাদ সংগ্রহের জন্য রাজশাহী মহানগরী (৭নং ওয়ার্ড) চন্ডিপুর এলাকায় যাই। ওই সময় কাউন্সিলর মোঃ মতি ও তার সহযোগীরা আমার পথ রোধ করেন এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। কাউন্সিলর প্রার্থী মতি বলেন, এরপর তোকে যদি আমার এলাকার মধ্যে দেখি তাহলে প্রানে মেরে ফেলবো।
এ ব্যাপারে আমি আমার নিরাপত্তার স্বার্থে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। রাজপাড়া থানার জিডি নং-৩৯৩।
ভুক্তভোগী নারী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মোঃ মতি একজন জনপ্রতিনিধি হয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে চরম অন্যায় করেছেন। আমি তার গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যপারে তিনি আরএমপি পুলিশ কমিশনারের সূদৃষ্টি কামনা করেছেন। সেই সাথে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.