কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ কেজি আইস উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ কেজি আইস উদ্ধার

অনলাইন ডেস্ক: টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ জুলাই) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফ কল এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তবে এ সময় আইস পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

টেকনাফস্থ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন গোপন সংবাদ পায় বিজিবি।

এ সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়ন সদর ও টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল সোমবার ভোররাতে নাইট্যংপাড়া বরফ কল এলাকায় কেওড়া বাগানে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তি বস্তা কাঁধে নাফ নদ পার হয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে থামার সংকেত দেয়।
এ সময় তারা বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

টহল দল বস্তাটি তল্লাশি করে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে।
উদ্ধারকৃত আইস ব্যাটালিয়ন সদর স্টোরে জমা রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply