শিরোনাম :
রাবি ছাত্রলীগের সাবেক নেতা মিনারুলের অকাল মৃত্যুতে স্বরণসভা অনুষ্ঠিত প্রতিদিন কতটুকু প্রোটিন খাওয়া উচিত? চিপ্‌সের লোভ দেখিয়ে শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! দু’বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এখন ফল ভুগছেন সেলিনা! কেন অস্ত্রোপচার হল অভিনেত্রীর? ৩ খাবার: বেশি করে খেলে অকালে টাক পড়ে যাওয়ার ঝুঁকি কমবে ছেলেদের কোভিডের থেকেও ২০ গুণ বেশি শক্তিশালী ‘ডিজ়িজ় এক্স’, প্রাণ হারাতে পারেন পাঁচ কোটি মানুষ? ‘একাই লুট করেছি ২৫ কোটি’! দিল্লিতে গয়নার শোরুমে কী ভাবে ডাকাতি, পুলিশকে নিজেই জানাল ডাকাত ১০ বছর বয়সেই পর্নোগ্রাফি সাইটে ছবি ফাঁস জাহ্নবীর, স্কুলে হেনস্থার শিকার শ্রীদেবী-কন্যা ভারতে এসে কী দেখে চমকে গেল বাবর, শাহিনের পাকিস্তান? নিউ ইয়র্কের রাস্তায় জল থৈ থৈ, বৃষ্টিতে বিঘ্নিত বিমান, মেট্রো পরিষেবা, জারি জরুরি অবস্থা
মানুষের শত্রুতায় তিন কৃষকের কলাবাগান শেষ

মানুষের শত্রুতায় তিন কৃষকের কলাবাগান শেষ

মানুষের শত্রুতায় তিন কৃষকের কলাবাগান শেষ
মানুষের শত্রুতায় তিন কৃষকের কলাবাগান শেষ

পাবনা প্রতিনিধি: মানুষের শত্রুতায় তিন কৃষকের জমির প্রায় আড়াই হাজার কলাগাছ প্রতিপক্ষের লোকজন কেটে ফেলেছে বলে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। আজ বুধবার সকালে পাবনা জেলার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডার চরকুড়ুলিয়া মাঠে পূর্বশত্রুতার জের ধরে কলাগাছগুলো কেটে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত তিন কৃষক হলেন চর কুড়ুলিয়া গ্রামের মৃত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার তিন বিঘা, মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলকার আলাই মল্লিকের ছেলে সেলিম মল্লিকের এক বিঘা জমি।

এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা জানান, বুধবার সকালে মাঠে গিয়ে তার জমিতে থাকা কলাগাছ কাটা দেখতে পান। খবর শুনে তার বংশের অন্যরা গিয়ে তাদের জমিতে থাকা কলাগাছগুলোও কাটা দেখতে পান। ধারণা করা হচ্ছে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতের কোনো এক সময় গাছগুলো কাটা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন মালিথা জানান, কিছুদিন আগে তাদের সঙ্গে বিবাদ বেধেছিল। সেই বিবাদে তার এক চাচা ও চাচাতো ভাইকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। এ নিয়ে মামলা চলছে। এ কারণে এলাকায় তাদের মধ্যে ঝামেলা চলছে।

এর মধ্যেই তাদের জমির কলাগাছগুলো কেটে ফেলার ঘটনা ঘটল। এ ঘটনায় প্রতিবেশী আক্কাস মালিথা, মন্টু মালিথা, জিন্নাত মালিথা, মুলাই মালিথা, টুলাই মালিথা, স্বপন মালিথা, আজিজুল, মাহাবুল মালিথা, আসাদুল্লাহ প্রাং, আলামিন প্রাংকে আসামি করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
কলাগাছ কেটে ফেলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply