ভিক্ষুক’কে গণধর্ষণ মামলার আসামী রিদন গ্রেফতার

ভিক্ষুক’কে গণধর্ষণ মামলার আসামী রিদন গ্রেফতার

ভিক্ষুক’কে গণধর্ষণ মামলার আসামী রিদন গ্রেফতার
ভিক্ষুক’কে গণধর্ষণ মামলার আসামী রিদন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফেনী সদর থানার স্বামী পরিত্যক্তা নারী ভিক্ষুক’কে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রিদন’কে নোয়াখালী’র চরজব্বর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

রবিববার (১৭ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন নলেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী মোঃ রিদন (৪০), সে নোয়াখালী জেলার চরজব্বার থানার চরমজিদ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে।

শনিবার সকালে র‌্যাব-৭, চট্টগ্রেিমর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা ভিক্ষুক। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। গত (৪ সেপ্টেম্বর) ওই নারী কুমিল্লা জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে ভিক্ষা করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে আসলে জৈনক মেহরাজের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মেহরাজ তাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে এবিএম ব্রিক ফিল্ডের শ্রমিকদের শোয়ার কক্ষে নিয়ে যায়। সেখানে কোনো কিছু বুঝে উঠার আগেই ওই নারীকে ৭/৮ জন সহযোগী মিলে পালাক্রামে জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণকারীরা নারীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে রেখে পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতিত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ওই চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনাটি ফেনীসহ সাড়াদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮জন’কে এজাহারনামীয় এবং ০২/০৩ জন’কে অজ্ঞাতনামা করে ফেনী মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০২০) এর ৯(৩)/৩০।

বিষয়টি অমানবিক, পাশবিক, মস্তিস্ক বিকৃত ও নিকৃষ্ট চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় ৭নং আসামী মোঃ রিদন নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন নলেরচর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল রবিবার বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিদনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বর্ণিত মামলার এজাহারনামীয় ৭নং পলাতক আসামী এবং তারা পরস্পর যোগসাজশে বর্ণিত ভিক্ষুক নারী’কে এবিএম ব্রিক ফিল্ডে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে বলে স্বীকার করে।

উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর বর্ণিত গণধর্ষণ মামলার মূলহোত মেহরাজ এবং এজাহার নামীয় ৮নং আসামী সালাউদ্দিন’কে ফেনী জেলার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply