সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে কে?

সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে কে?

সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে কে?
সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে কে?

মিজানুর রহমান (টনি): বিশ্বকাপে লিগ পর্বের ৩৯টি ম্যাচ শেষ হয়েছে। বাকি আর ৬টি ম্যাচ। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের ৩টি দল। ৮ ম্যাচে ৮ জয়ে শীর্ষে ভারত।

সমান ৮টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ওঠা ১ ও ৪ নাম্বার দল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। বাকি ফাইনালিস্ট নির্ধারিত হবে ২ ও ৩ নম্বর দলের লড়াইয়ে। সে হিসেবে নিজেরা শেষ ম্যাচটি জিতলে বা হারলেও ২-৩ নম্বরের মধ্যে থেকে যাবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

এজন্য ফাইনালে যেতে আগামী ১৬ নভেম্বর কলকাতায় লড়াইয়ে নামবে তারা।ভারত তাদের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতুক বা হারুক, শীর্ষেই থেকে যাবে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষে এখনো ঠিক হয়নি। এই দৌড়ে আছে ৩টি দল।

নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। তিন দলই ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে।রান রেটে চার নম্বরে থাকা কিউইরা তাদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয় তাদের। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যদি বড় ব্যবধানে জেতে বা ছন্দে থাকা আফগানরা দক্ষিণ আফ্রিকাকাকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, সেমিফাইনালে তারাই হবে ভারতের প্রতিপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply