শিরোনাম :
১০০ কোটি ডলার খরচ করে মহাকাশকেন্দ্র ধ্বংস করছে নাসা! নেপথ্যে কোন ‘বিশেষ’ পরিকল্পনা? চিনকে রুখতে প্রশান্ত মহাসাগরে ‘ক্ষেপণাস্ত্র প্রাচীর’ তৈরি করছে আমেরিকা, সঙ্গে থাকছে কোন কোন দেশ? পেশায় মডেল, কিন্তু মানুষ নয়, মাসে রোজগার ১০ লক্ষ টাকা, সুন্দরীকে ঘিরে বাড়ছে রহস্য পবিত্র মসজিদ-ই-নববীতে অর্ধকোটির বেশি মুসল্লি হাজার বছরে পবিত্র মসজিদুল আকসার সংস্কার কার্যক্রম সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১২৫ টাকা অস্ট্রেলিয়ার বাড়ি বিক্রি করে দিচ্ছেন পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেট দলের অন্যতম নায়ক ফেলের ভয়ে আত্মহত্যা, ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী নাটোর পল্লী বিদ্যুৎ : ২০২২-২৩ অর্থবছরে ৪৩ কোটি টাকা লোকসান ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২

পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২

পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২
পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার ভোর পৌনে ৭টায় পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম (২৫), সে নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো: নুরু মন্ডলের ছেলে ও মোছাঃ মর্জিনা বেগম (৪৫), সে পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর মেয়ে।

সোমবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় শিশুতলা গ্রামে জনৈক রাজিবের কলা বাগানের পাশে তিনজন মাদক কারবারী হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মোঃ আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৫ হেরোইস-সহ আশরাফুল ইসলাম এবং ৫গ্রাম হেরোইন-সহ মোছাঃ মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। তবে তাদের অপর এক সহযোগী মাদক কারবারী মোঃ আব্দুল হামিদ পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply