মতিহার বার্তা ডেস্ক : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। এখন দেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিলুপ্তির মুখে থাকা নানা জাতের দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওরাঞ্চলসহ বিভিন্ন খাল-বিল উন্মুক্ত জলাশয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সরকারের সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে ৪র্থ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে।
শনিবার ২২ জুন দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুরস্থ ভাওয়াল বিলের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা উপলক্ষে বিলপাড়ে স্থানীয় মৎস্যজীবী ও সুধীজনের উদ্দেশে এ সব কথা বলেন।
তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলায় একটি মৎস্য গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করার আশ্বাস প্রদান করেন।
মতিহার বার্তা ডট কম – ২৫ জুন, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.