নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দুই দিনব্যাপী স্বর্ণ মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে গত সোমবার মেলা শুরু হয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। রাজশাহী কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয় এ আয়োজন করে।
স্বর্ণ নীতিমালা-২০১৮ বাস্তবায়নের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অঘোষিত ও মজুদকৃত স্বর্ণ, স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রোপ্যের কর আদায় করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক, মেলায় এসব সম্পদের অর্জন মূল্য সম্পর্কে কোনো প্রশ্ন করেনি আয়কর বিভাগ।
মেলায় প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য এক হাজার, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ছয় হাজার টাকা, এবং প্রতি ভরি রৌপ্যের জন্য ৫০ টাকা কর আদায় করা হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এসব সম্পদের ঘোষণা দিয়ে এই সুবিধা পেতে পারবেন মালিকরা। মেলা শেষ হয়ে যাওয়ায় তাদের কর দিতে এখন রাজশাহী কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
মতিহার বার্তা ডট কম-২৬ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.