শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

রাজশাহীতে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: নবাগত জেলা প্রশাসক হামিদুল হক আজ রাজশাহীতে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

ঐতিহ্যবাহী রাজশাহীতে চিকিৎসা, কৃষি,অবৈধ পুকুর খনন,বালু মহালসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে গুরুত্ব দিয়ে নবাগত জেলা প্রশাসক বলেন, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সাথে একাত্ম হয়ে  আধুনিক রাজশাহী গড়ে তুলতে যা যা করা প্রয়োজন তা আমরা করে যাবো। এব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি মানুষকে হয়রানি না করে জনগণের নিকট সেবা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অনেক সময় শিরোনামের সাথে সংবাদের কোন মিল থাকেনা, এ বিষয় গুলি লক্ষ রাখা প্রয়োজন।  সংবাদ প্রকাশের পুর্বে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সংবাদ পরিবেশন করার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, মতবিনিময় সভার শুরুতেই নব নিযুক্ত জেলা প্রশাসক হামিদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

মতিহার বার্তা ডট কম-২৬ জুন ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply