শিরোনাম :
প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের মৃত্যু; বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ‘শাড়ি ক্যানসার’ কেন হয়? তার উপসর্গই বা কী? জানালেন চিকিৎসক ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, তবে মানতে হবে কিছু নিয়ম মল্লিকার সঙ্গে চুমু বিতর্ক, মুখ দেখাদেখি বন্ধ কুড়ি বছর, সাক্ষাৎ পেয়ে কী করলেন ইমরান? ক্যাটরিনার জন্যই সলমনের সঙ্গে সম্পর্কে দূরত্ব, ইদে স্বামীকে নিয়ে ভাইজানের বাড়িতে আলিয়া! রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ১৬ মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা, না খেয়ে, জল না পেয়ে মৃত্যু! সাজা যাবজ্জীবন রাজশাহীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২ পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩ ঈদের সাথে যুক্ত হওয়া নববর্ষের উচ্ছ্বাসে বিনোদন স্পট পরিপূর্ণ
বৃষ্টির পানি কোনওভাবে নষ্ট করছে না ভুটান

বৃষ্টির পানি কোনওভাবে নষ্ট করছে না ভুটান

আন্তর্জাতিক ডেস্ক : থিম্পুতে থাকা পরিচিত যেটা জানাল, তাতে বুঝলাম প্রবল বৃষ্টিতে কোনওভাবেই জল নষ্ট করার কথা ভাবাই যায় না ভুটানে৷ বিরাট ভারতের গায়ে লেপটে থাকা খুদে রাষ্ট্রটি দেখছে প্রতিবেশীর নিদারুণ জলকষ্ট৷

পানীয় জল কমে যাওয়ায় তামিলনাড়ুর পরিস্থিতি ভয়াবহ৷ তারও থেকে আরও চিন্তার এবার পশ্চিমবঙ্গেও সেই আশঙ্কা বাড়তে চলেছে৷ অতএব আগে থেকেই সতর্ক বজ্র ড্রাগনের দেশ৷

এই অতি বৃষ্টিতেও কী রকম অবস্থা দেশটির জল সংরক্ষণের ? কিছু ছবি হাতে এসেছে৷ তাতে যা দেখলাম সেটা চমকে দেওয়ার মতো বিষয়৷ পাহাড়ি এলাকায় বৃষ্টির জল ঢালু জমি বা বাড়ির ছাদ থেকে গড়িয়ে পড়ার সময় অভিনব উপায়ে সেই জল ধরে রাখছেন আম ভুটানিরা৷

সেই জল বিভিন্ন ঘরোয়া উপায়ে পরিশোধন করে ব্যবহার উপযোগী করা হবে৷ এই জল পানীয় হিসেবেও কাজে লাগবে বলেই জানা গেল৷ মূলত পাহাড়ি এলাকায় এভাবে জল ধরে রাখার পদ্ধতি৷ তবে বৃষ্টি যেখানে বেশি সেখানে কেন এত জল ধরার চিন্তা ? ভুটানিদের কাছে উত্তর স্পষ্ট-প্রকৃতির আশীর্বাদ, কোনওভাবেই নষ্ট করা ঠিক নয়৷

গত কয়েকদিনের অতি বৃষ্টির কবলে ভুটান৷ দেশটির দক্ষিণ অংশের চুখা জেলায় প্রবল গতিতে বইছে আমো চু (চু মানে নদী)৷ ভুটানি সীমান্তের ফুন্টশোলিং পেরিয়ে গেলেই পড়বে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহর৷

আমো চু এপারে তোর্সা নাম নিয়ে প্রবাহিত হয়েছে বাংলায়৷ ভুটান পাহাড়ের বৃষ্টির দাপটে স্বাভাবিক কারণেই এই এলাকাও সিক্ত৷ ঘন সবুজে ভরে থাকা ভারত-ভুটান সীমান্ত অঞ্চলে জলাভাব নেই৷ উপরের দিকে ঘন মেঘের আবরণ ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির অবিরাম বারিসুধা৷

সামাজিক বন সৃজনের যে বিরাট ভূমিকা পালন করে চলেছে ড্রাগনভূমি ভুটান তাতে বিশ্ব পাচ্ছে বিশুদ্ধ অক্সিজেন৷ গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স বা সুখ সূচকে দুনিয়ার অন্যতম রাষ্ট্র হিসেবে চমকে দিয়েছে ভুটান৷

এর পিছনে রয়েছে ভুটানের সর্বময় ক্ষমতার অধিকারী ওয়াংচুক রাজপরিবার৷ ১৯৫২ সাল থেকেই বনভূমিকে রক্ষায় প্রভূত পদক্ষেপ নিতে শুরু করে ছোট্ট দেশটি৷ একাদিক্রমে সিংহাসনে বসেছেন এই ওয়াংচুক পরিবারের সদস্যরা৷ প্রথমে রাজা জিগমে

ওয়াংচুক পরে পরবর্তী প্রজন্ম জিগমে দোরজি ও তাঁর পুত্র জিগমে সিংগে এখন জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক- রাজছত্র মাথায় উঠেছে তাঁদের৷ কিন্তু প্রকৃতি বাঁচানোর নীতি থেকে কেউ সরে আসেননি৷ তাঁরা মনে করেন প্রকৃতিকে রক্ষা করো সুখ তোমার কাছে এমনিতেই ধরা দেবে৷

সেই সুখ সূচকে বলীয়ান ভুটান প্রবল সবুজায়ণ ও বণ্যপ্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে ১৯৭০ দশক থেকে৷ দেশটির বন সংরক্ষণ প্রক্রিয়ায় এত জোর দেওয়ার ফল আসতে থাকে দ্রুত৷ পরিশুদ্ধ বাতাসের পাশাপাশি প্রকৃতির আশীর্বাদ বৃষ্টি থেকেও বঞ্চিত হয়নি বজ্র ড্রাগনভূমি৷

ৎভুটানের অন্যতম সংবাদপত্র কুয়েনসেল ও জাতীয় সংবাদ সংস্থা বিবিএস-এর বিভিন্ন খবরে বলা হয়েছে বৃষ্টি আরও বাড়বে কয়েকদিনে৷ বিভিন্ন এলাকায় ধস নামবে নতুন করে৷ এতে থিম্পুর সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে পারো, পুনাখা, সামদ্রুপজোংখারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল৷

বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চললেও তাতে ঘাটতে থাকছে৷ তবে জল ধরে রাখায় সাধারণ ভুটানিদের কোনও ঘাটতি নেই৷ সেটা মাথায় রেখেই বৃষ্টি সংরক্ষণে নেমে পড়েছেন ভুটানিরা৷

নিচে ভারত ছটফট করছে একবুক তৃষ্ণায়৷ একাধিক রাজ্যের মাটি শুকিয়ে যাচ্ছে৷ এই ভয়ঙ্কর ছবির সামনে সবুজ প্রকৃতির শক্তি নিয়ে লড়াই চালাচ্ছে ভুটান৷

মতিহার বার্তা ডট কম  ২৮ জুন  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply