বিনোদন ডেক্স: ফের বিতর্কে ভাইজান! এবার মারধোরের অভিযোগ তুলে সলমনের বিরুদ্ধে পুলিশে গেলেন এক সাংবাদিক। শুধু তাই নয়, সলমনের নামে আদালতে মামলায়ও দায়ের করেন তিনি।
ঘটনাটি ঘটেছে ২৪ এপ্রিল। অভিযোগ দায়ের কারী ওই সাংবাদিকের নাম অশোক এস পাণ্ডে । JK24x7 নামে একটি সংবাদ চ্যানেলের মহারাষ্ট্র শাখার মাথা ওই সাংবাদিক। মুম্বইয়ের অন্ধেরি আদালতে সুলতানের নামে মামলা করেছেন তিনি।
কিন্তু ঘটনা কি? সলমন সাইকেল চালাচ্ছিলেন, আর সেই ছবি ক্যামেরা বন্দি করেন সাংবাদিক। সেটি জানতে পেরেই নাকি নিজের দেহরক্ষীদের সঙ্গে নিয়ে সাংবাদিকের ওপর চড়াও হন সলমন।
এমনকি, তার ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন সলমন বলে অভিযোগ পত্রে জানিয়েছেন অশোক। তাকে মারধরও করেন বলে অভিযোগ রয়েছে ভাইজানের বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেছেন সলমনের নামে। সলমনের নামে ছিনতাইয়ের অভিযোগও দায়ের করেছেন সাংবাদিক।
মতিহার বার্তা ডট কম ২৮ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.