এসএম বিশাল: রাজশাহী নগরীতে ফেন্সিডিল, হেরোইন, ইয়াবাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে শুরু করে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, মহানগর গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশ নগরীর মতিহার থানাধিন বেদে পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনের স্ত্রী রোহি (২৮) কে ১০পিস ইয়াবাসহ এবং তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ নগরীর বোয়ালিয়া থানাধিন হোসনীগঞ্জ এলাকার মৃত মোসারফের ছেলে শাহীন (৪৫) কে আটক করে।
অপর দিকে, ৭বাড়িয়া এলাকা থেকে ২গ্রাম হেরোইনসহ শাহাজামালের স্ত্রী মারুফা (৩০) ও একই এলাকা থেকে কোটাখালী থানাধিন মধ্যচর এলাকার মোঃ তাবারক হোসেনের ছেলে মোঃ কাজল (১৫)কে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে মতিহার থানার এসআই মোসলেম, এসআই সাহাবুল, এএসআই আমিনূল, আনোযার ও সঙ্গীয় ফোর্স।
জানতে চাইলে মতিহার থানার সেকেন্ড আব্দুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম-২৯ জুন ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.