এসএম বিশাল: রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ও ফেন্সিডিলসহসহ লুৎফর রহমান (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ সোমবার দুপুর দুইটার দিকে নগরীর চন্দ্রিমা থানাধিন মুক্তিযোদ্ধা স্টেডিয়াম মার্কেটের পাবনা আইরন স্টোরের সামনে থেকে তাকে আটক করেন র্যাবের অতিঃ পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার নিকট থেকে ২ হাজার ৯৭৫ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত লুৎফর রহমান নগরীর বোয়ালিয়া থানাধিন তালাইমারী শহীদ মিনার পদ্মা নদীর পাড় এলাকার মৃত তজিমুদ্দিন শেখের ছেলে।
অতিঃ পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, অটো-রিক্সা যোগে বিপুল সংখ্যক ইয়াবা ও ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা স্টেডিয়াম মার্কেটের সামনে অবস্থান করি।
এ সময় তথ্য অনুযায়ী একটি অটো-রিক্সাকে ধাওয়া দিয়ে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে আটক করি। পরে তার দেহ ও অটো-রিক্সা তল্লাসি চালিয়ে ২ হাজার ৯৭৫ পিস ইয়াবা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন বলেও জানান ওই কর্মকর্তা।
মতিহার বার্তা ডট কম-০১ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.