নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজ শিক্ষার্থী ফিরোজের হাত ছিড়ে যাওয়া ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মোট্রাপলিন পুলিশ কমিশনারের কার্যালয়ে এনিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটককৃত বাসের চালক হলেন- ফারুক হোসেন সরকার (৩৯)। তিনি পুঠিয়ার গোপালহাটি এলাকার আতাহার আলী সরকারের ছেলে। এছাড়া EICHER, FARISTA ট্রাক, যার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ট-১৬-৮৭৯৬।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে অহত ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ ছাত্র ফিরোজের কনুই থেকে হাত বিচ্ছিন্ন হওয়া ঘটনায় পরে মামলা হয়।
মমালার পরেই রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে মোহাম্মদ নামের ওই বাসটি জব্দ করে পুলিশ।
মতিহার বার্তা ডট কম-০৪ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.