নিজস্ব প্রতিবেদক : শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রথযাত্রার উদ্বোধন করেন তিনি।
রাজশাহীর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে উদ্যোগে নগরীতে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় ইসকন মন্দিরের সামনে রথযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। রাথযাত্রাটি সাগরপাড়া হয়ে স্বচ্ছ টাওয়ারের সামনে দিয়ে আলুপট্টি হয়ে সাহেববাজার হয়ে কাজিহাটা এলাকার চন্ডিপুর কালীমাতার মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উদ্বোধনের পূর্বে এক বক্তৃতায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন,‘‘আমরা সব ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো। এখানে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন উৎসব পালন করতে যদি বাঁধ আসে, তাহলে আমরা সবাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে সকল উৎসব পালন করবেন। আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম, আজকেও আছি, আগামীতেও পাশে থাকবো।’ এ সময় মেয়র ইশকন বন্দিরের উন্নয়নে অবকাঠামো সহযোগিতার আশ^াস দেন।
এ সময় রাজশাহী ইসকনের শ্রী শ্রী দিগস্বর জৈনঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারী, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবো।
Leave a Reply
You must be logged in to post a comment.