শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
দাউদ ইব্রাহীম পাকিস্তানে নেই,’দেশটির পরাষ্ট্রমন্ত্রী

দাউদ ইব্রাহীম পাকিস্তানে নেই,’দেশটির পরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নেই দাউদ ইব্রাহিম। বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে একথা জানানো হয়েছে। একদিন আগেই ইউকে-র আদালতে জানানো হয় যে ১৯৯৩ মুম্বই হামলায় অভিযুক্ত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন।

এদিন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল বলেন, ‘দাউদ পাকিস্তানে নেই।’ এদিন সাংবাদিক বৈঠকে একধা জানান তিনি।এদিকে বৃহস্পতিবারই, মার্কিন সরকার এ কথা নিশ্চিত করে লন্ডন আদালতকে জানাল যে, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম ও তাঁর অপরাধের আন্তর্জাতিক সিন্ডিকেট রয়েছে পাকিস্তানের করাচিতে।

সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে দাউদের খাস লোক হিসেবে পরিচিত জাবির মোতিওয়ালার প্রত্যর্পণের শুনানি ছিল। সেখানেই মার্কিন সরকারের আইনজীবী জন হার্ডি কিউসি আদালতে জানান, ‘নিউ ইয়র্কের FBI পাকিস্তান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীতে সক্রিয় ডি কোম্পানির বিষয়ে তদন্ত করছে।

সংস্থার প্রধান দাউদ ইব্রাহিম পাকিস্তানে নির্বাসনে রয়েছেন।আরও জানানো হয়েছে যে দাউদ ইব্রাহিম ও তার দাদা ১৯৯৩ সাল থেকে ভারতে পলাতক আর গত ১০ বছর ধরে তাঁরা আমেরিকায় বিশেষত আর্থিক তছরুপ ও তোলাবাজিতে সক্রিয়।

FBI-এর তদন্তে জানা গিয়েছে, মোতিওয়ালা সরাসরি দাউদকে রিপোর্ট করেন এবং তাঁর প্রধান কাজ হল তোলাবাজি, ঋণ আদায় ও অর্থ তছরুপ।’গোপন তথ্য পেয়ে গত অগস্টে আর্থিক তছরুপ ও মাদক পাচারের অভিযোগে ডি-কোম্পানির অন্যতম চাঁই তথা দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ সেই জাবির মোতিওয়ালাকে লন্ডন থেকে গ্রেফতার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড।

কিন্তু এবার আমেরিকার হাতে জাবিরের প্রত্যর্পণ আটকাতে উঠেপড়ে লেগেছেন ব্রিটেনে কর্মরত পাক কূটনীতিবিদরা।শোনা যাচ্ছে, পাকিস্তানের আশঙ্কা, জাবিরকে আমেরিকার হাতে তুলে দেওয়া হলে দাউদের অন্ধকারজগতের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর আঁতাঁত সামনে এসে পড়বে।

সম্ভবত সে কারণেই লন্ডনে পাক হাইকমিশন আগেই জাবিরের তরফে আদালতে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, অভিযুক্ত পাকিস্তানের ‘একজন প্রথিতশা ও মান্যগণ্য ব্যবসায়ী।’

এবং সেই ভিত্তিতেই আর্জি জানানো হয়েছিল, আমেরিকায় যেন তাঁকে প্রত্যর্পণ না করা হয়। কিন্তু গত বছর জাবিরকে ধরার জন্য যে ভাবে আঁটঘাঁট বেঁধে তৈরি হয়েছিল এফবিআই।

মতিহার বার্তা ডট কম-০৪ জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply