মুসলমানদের ভারতের আইন জেনে মজবুত হওয়ার পরামর্শ” ওয়াইসির

মুসলমানদের ভারতের আইন জেনে মজবুত হওয়ার পরামর্শ” ওয়াইসির

আন্তর্জাতিক ডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবার মুসলিম যুবকদের আইন নিয়ে পড়াশোনার পরামর্শ দিলেন৷ তিনি বলেন, মুসলমানদের আইন ভালো করে বোঝা উচিত, আর তাই মুসলিমদের আইন নিয়ে পড়াশোনা করা প্রয়োজন বলে মত প্রকাশ করলেন ওয়াইসি৷

এআইএমআইএম প্রধান জানান, ভারতে মুসলমানদের আইনজীবী প্রয়োজন৷ নোটারি নয়, এমন আইনজীবী হতে হবে যে সংবিধানকে ভালোভাবে জানবে, সেই সঙ্গে মুসলিম পার্সোনাল বোর্ড সম্পর্কেও জানবে, এবং আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবে৷

তিনি আরও বলেন, আমি আইনজীবী, কিন্তু আমি প্র্যাকটিসও করতে পারি না৷ আল্লাহ যে সম্মান দিয়েছেন তা ধরে রাখুন৷ ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন কিনা তাও দেখতে হবে৷ আমিও চাই ভারত চিনের থেকে আগে যাতে এগিয়ে যেতে পারে, মুসলমান ভাইয়েরা নিজেদের আরও মজবুত করুন৷

ওয়াইসি মুসলমানদের কাছে আবেদন করেন, তাঁরা যেন তেলেঙ্গানায় বিজেপিকে রুখতে একত্রিত হন৷ তাঁর মতে, বিজেপি তেলেঙ্গানার স্বপ্ন দেখছে৷ কিন্তু তা স্বপ্নই থেকে যাবে বলে দাবি তাঁর৷ ওয়াইসির অভিযোগ, মোদী কেবল প্রতিশ্রুতিই দিতে পারেন৷ মোদী আর তাঁর দলের গত পাঁচবছরে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

 মতিহার বার্তা ডট কম-০৬ জুলাই  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply