শিরোনাম :
বরাবরই বয়সে ছোট পাত্রের দিকেই নজর মালাইকার কলা খেয়ে খোসা ফেলে দেন? কোন ৫ টোটকা জানলে আর এমন ভুল করবেন না ইমরান খানের ‘দুষ্টু বউ’ হতে চাই! আবদার করে তার কারণও জানালেন ব্রিটেনের টিকটক তারকা মঙ্গল থেকে পৃথিবীর বুকে ভেসে এল ‘ভিন্‌গ্রহীদের’ সঙ্কেত রাজশাহীস্থ বৃহত্তর পাবনা সমিতির সাথে খায়রুজ্জামান লিটনের মতবিনিময় মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৪ ও ২৫নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার – ২৫ পুঠিয়া উপজেলায় : আইনশৃংখলার চরম অবনতি সাধারণ মানুষ চরম আতঙ্কে পুঠিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত

রামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত শকি ও মিম।

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে পূর্ব-শত্রুতার জের ধরে দুই যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ দৃর্বৃত্তরা।

গত সোমবার ঈদের দিন সকাল ১০ টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন আদর্শ স্কুল ও নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী এলাকার মান্নানের ছেলে মিম (২৫) ও মৃত চেরুর ছেলে শকি (৩০)।পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সেই সাথে গুরুতর আহত অবস্থায় মিম ও শকিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।

বর্তমানে মিম হাসপাতালের ৫ নং ওয়ার্ডে এবং শকি ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের পরিবার সুত্রে জানা যায়, মিমের অবস্থা আসংখ্যাজনক তার ঘাড়ে ও পিঠে ৬০ টি সেলাই, এবং শকির ডান হাতে ১৮ টি সেলাই দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত মিম ও শকি জানান, মোটরসাইকেল যোগে বন্ধুর বাড়ি নগরীর বিনোদপুর থেকে নিজ বাসায় ফেরার পথে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা আমাদের হত্যার উদ্দেশ্যে রানীনগর আদর্শ স্কুল ও নর্দান ইউনিভারসিটির সামনে হামলা করে ছুরিকাঘাত করে।

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তার পালিয়ে যায়।

হামলাকারীরা হলো মুঞ্জুুর হোসেনের ছেলে আলিফ (২৭), সাধুর মোড় এলাকার মৃত মুর্ত্জার ছেলে সাদ্দাম (২৫), ও হাদির মোড় এলাকার রাজুর ছেলে শান্ত (২৮) সহ অজ্ঞাত ৭-৮ জন।

আজ বুধবার বিকালে আহতদের স্বজনরা বলেন, চিকিৎসা শেষে রামেক হাসপাতাল থেকে ছুটি পেলে থানায় মামলা করবেন তারা।

জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, হামলার ঘটনা শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতিহার বার্তা ডট কম – ১৪  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply