শিরোনাম :
অর্ন্তবাসের বালাই নেই, স্তনবৃন্তে শুধুই বেগনি রাংতা! উরফির সাজ নিয়ে ফের হইচই চারদিকে পাঁচ গ্রহের সমাবেশ মঙ্গলের আকাশে ৫৫ ইঞ্চি নিতম্বের খাঁজে লুকনো চুরি করা মদের বোতল, তা দেখিয়েই জনপ্রিয়তার শিখরে মডেল দুই প্রেমিকের কাছে হাতে নাতে ধরা পড়লেন প্রেমিকা পৃথিবীর দিকে ‘তাকিয়ে’ বিশাল ব্ল্যাকহোল, পাঠাচ্ছে বিকিরণও! প্রভাব বুঝতে হিমশিম বিজ্ঞানীরা বন্দুক হাতে প্রাক্তন ছাত্রী হঠাৎ হাজির স্কুলে, এলোপাথাড়ি গুলিতে খুন করলেন ছ’জনকে ‘তোয়াক্কা করে না মস্কো’, পশ্চিমকে হুঁশিয়ারি পুতিনের র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন মুক্তাগাছায় হেরোইনসহ ইউপি মেম্বার রুবেল গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা
বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ

বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ

এসএম বিশাল : বাংলাদেশে জীববৈচিত্রগত যেসব পরিবর্তন গত দুই দশকে দেখা যায়,তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বেশ পরিচিত কিছু প্রানির প্রায় বিলুপ্তি।

যেমনঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ ও মেঘাবাঘ এগুলো এখন আর দেখা যায় না।

অথচ সুদুর অতীতকাল থেকে এরা এ দেশের বাস্তু চক্রের এক অচ্ছেদ্য অংশ। বাস্তু চক্রের এরকম এক একটি স্তরের বিলোপ সাধন পরিবেশগত
বিপরজয়ের এক ভয়াল চিত্র।বাস্তবে ২০-২২বছর আগেও বনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর ও সজারু দেখা গেছে।
কিন্তু এখন মনে হয় চিরিয়াখানাতেও এগুলো দেখা যায়না। তেমনি মেছোবাঘ ও মেঘাবাঘ বা লামচিতা ও এখন আর দেখা যায় না।শুনেছি শ্রীমঙ্গলের সীতেশ বাবুর কাছে এ দুটি জীবিত প্রানি আছে।
অথচ সিলেট,শ্রীমংগল ও মৌলবিবাজারের বনে এদের অবাধ যাতায়াত ছিল।মেঘাবাঘ ইদানিং সুমাত্রা ও বোরনিওতে নাকি কিছু দেখা গেছে।
যেসব প্রানি এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এদের প্রতি আমার দুরবলতা আছে,ভবিষ্যতে এরা হয়তো শুধু ছবিতেই থাকবে।আর যারা গত
২০-২২বছরের মধ্যে জন্মেছে,আমার ধারনা তারা এসব প্রানির অনেক গুলোর শুধু নামই শুনেছে,ছবি দেখেনি।

মতিহার বার্তা ডট কম ২৭  মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply