শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার, রাসিক মেয়র

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার, রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে কমিউনিটি ডেভলেপমেন্ট কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নগরভবনে মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার।

এ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নিকট হতে বাড়তি বরাদ্দ আনা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এ প্রকল্পে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক বিকাশ না হওয়ায় বেকারত্ব সমস্যা সমাধান করা যাচ্ছে না। এ প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক নারীকে আত্ননির্ভর করে গড়ে তোলা সম্ভব হয়েছে। তাঁরা নিজেরা আত্ননির্ভরশীল হয়ে পরিবারে অবদান রাখছে। গৃহায়নসহ নানান উন্নয়ন কাজে অংশগ্রহণ করছে। এ প্রকল্পের আওতায় নির্মিত গৃহগুলো নির্দিষ্ট একটি রঙে করার প্রস্তাব দেন মেয়র।

প্রকল্পের সার্বিক দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্পের সদস্য সচিব রাসিকের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার।

মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বিশিষ্ট সমাজসেবক কবি আরিফুল হক কুমার, শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ মুহা. আমিনুর রহমান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সিসিডিও আজিজুর রহমান, ইউএনডিপির এলআইইউপিসি প্রকল্পের সোসিও ইকোনমিক এন্ড নিউট্রিশন অফিসার জুলফিকার আলী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, সিটি টাউন ফেডারেশনের চেয়ারপারসন আয়শা আক্তার, ফেডারেশনের সেক্রেটারী আয়শা খাতুন, ট্রেজারার শাবানা বেগম, সিএইচডিএফ সভাপতি সুলতানা হক, সেক্রেটারী দীনা লায়লা, ট্রেজারার সামিয়া হক উপস্থিত ছিলেন।       

মতিহার বার্তা ডট কম – ২০  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply