শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

মতিহার বার্তা ডেস্ক : ছিনতাইকারীকে ধরার জন্য দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন প্যারেড গ্রাউন্ডের ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) এএসআই পদে কাফরুল থানায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়। ঢাকায় তাঁর সঙ্গে স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে থাকত। তিনি ২০০৪ সালে পুলিশ বিভাগে কনস্টেবল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি এএসআই পদে পদোন্নতি পান।

কাফরুল থানা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা থেকে আগারগাঁও এলাকায় প্যারেড গ্রাউন্ডের পাশে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল সিদ্দিক। রাত সোয়া ৮টার দিকে কাছেই ছিনতাই হতে দেখে দৌড়ে ছিনতাইকারীদের ধরতে যান তাঁরা। পুলিশ দেখে ছিনতাইকারীরা দ্রুত দৌড়ে রাস্তা পার হয়ে যায়। তাদের ধরতে দ্রুতগতিতেই দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীর। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন, রক্তে ভিজে যায় তাঁর ইউনিফর্ম। পরে কনস্টেবল সিদ্দিক একটি সিএনজিচালিত অটোরিকশা ডেকে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যান। তাঁর স্ত্রী-সন্তানসহ স্বজনরাও হাসপাতালে যায়। তাদের কান্নায় অন্য রকম এক পরিবেশের সৃষ্টি হয় সেখানে।

কাফরুল থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর লতিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় আমরা শোকাতুর। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

জানতে চাইলে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি কিভাবে জাহাঙ্গীর নিহত হলেন। এটা সড়ক দুর্ঘটনা, নাকি ইচ্ছা করে তাঁর গায়ের ওপর বাস তুলে দেওয়া হয়েছে, তদন্ত করে দেখা হবে। বাসচালককে আটকের চেষ্টা করা হচ্ছে।’

গত রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

মতিহার বার্তা ডট কম –১৯ মার্চ, ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply