শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলো তিন প্রতারক

রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলো তিন প্রতারক

রাজশাহীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলো তিন প্রতারক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে বিদেশী কাটা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। শনিবার রাতে উদ্ধার করা অস্ত্রটি ওই বাড়ির মালিককে ফাঁসাতে সেখানে রাখা হয়েছিল।

এ পরিকল্পনার সঙ্গে তিনজন জড়িত। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদি হয়ে তিনজনকে আসামী করে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড় এলাকার প্রতাপ সরকার (৪২), ও সাহেববাজার মাস্টারপাড়া এলকার শহিদুল হাসান রনি (৩৫)। এদের মধ্যে প্রতাপ ওই বাড়িতে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এ ঘটনায় জড়িত বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মাসুম (৪০) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

রোববার মহানগর পুলিশের মুখপত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০টার দিকে বোয়ালিয়া পাড়া এলাকার জনৈক গোলাম আজম হোসেন বাবুর বাড়ির ছাদের কার্নিসের উপর থেকে বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী কাটা বন্দুক উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। অস্ত্রটি লম্বা ২১ ইঞ্চি, ব্যারেল লম্বা ১৭ ইঞ্চি, খয়েরী রংয়ের বাট লম্বা ১৯ ইঞ্চি, ১২ বোর কার্তুজের ম্যাগাজিন সংযুক্ত, বোল্ড এ্যকশন, ফায়ারিং পিন ও ট্রেগার গার্ডযুক্ত।

গোলাম রুহুল কুদ্দুস বলেন, অস্ত্র ক্রয়-বিক্রয় হবে বলে পুলিশকে খবর দেয় প্রতাপ সরকার। তার দেয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা হলেও ওই বাড়ির ছাদে বা আশপাশে অস্ত্র ব্যবসায়ী অথবা ক্রেতা উপস্থিতি হওয়ার কোন প্রমান মেলেনি। বিষয়টি সন্দেহ হলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্রের সন্ধান দেয়া সোর্স প্রতাপকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে আটক করা হয় রবিনকেও। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ পালাতক মাসুমের পরিকল্পনায় তারা ওই বাড়ির কার্নিসে অস্ত্রটি রাখে বলে স্বীকার করে।

মতিহার বার্তা ডট কম: ২০ সেপ্টেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply