শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
বাঘার আমের দ্বিতীয় চালানও গেল ইংল‍্যান্ডে, প্রয়োজন প্যাকেজিং হাউজ

বাঘার আমের দ্বিতীয় চালানও গেল ইংল‍্যান্ডে, প্রয়োজন প্যাকেজিং হাউজ

বাঘার আমের দ্বিতীয় চালানও গেল ইংল‍্যান্ডে, প্রয়োজন প্যাকেজিং হাউজ
বাঘার আমের দ্বিতীয় চালানও গেল ইংল‍্যান্ডে, প্রয়োজন প্যাকেজিং হাউজ

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘার আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। রপ্তানিকৃত আমের  দ্বিতীয়  চালানটি গেল ইংল‍্যান্ডে।

রাজশাহীকে বলা হয় আমের রাজধানী।যার খ্যাতি রয়েছে দেশজুড়ে।আর রাজশাহীর আম মানেই অত্র বাঘা উপজেলার আম।রাজশাহী জেলার উৎপাদিত আমের অর্ধেক উৎপাদন হয় বাঘা উপজেলায়।প্রতি বছর এ উপজেলায় প্রায় এক লাখ মেট্টিক টন আম উৎপাদন হয়। বর্তমানে বাঘা উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে সুদূর যুক্তরাজ‍্যে পাড়ি দিচ্ছি।গত (২৮মে)শুক্রবার ফুড এ‍্যান্ড ভেজিটেব‍্যুল এক্সপোর্ট এসোসেয়শনের ব‍্যবস্থাপনায়  কারিতা ক‍ে আইএফসি নামের একটি প্রতিষ্ঠান বাঘা উপজেলার কন্টাক্ট ফার্মার এসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলাম (ছানা) কাছ থেকে পাকুড়িয়া বাজার হইতে তিন টন ক্ষিরসাপাত (হিমসাগর)আম ক্রয় করে এ বছরের প্রথম চালান যুক্তরাজ‍্যে পাঠিয়েছে।সোমবার (৩১মে)দ্বিতীয় চালানও গেল ইংল‍্যান্ডে।

বাঘা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্র জানা যায়,আম চাষ কঠিন হলেও আমে যাতে কোন প্রকার পোকার আক্রমণ না ঘটে এ জন‍্য আম চাষী ও ব‍্যবসায়ীরা ‘ফুট ব‍্যাগিং’ পদ্ধতির মাধ‍্যমে আম চাষ শুরু করেছেন।

আম রপ্তানীর জন‍্য উপজেলায় বাছাইকৃত ২০ জন চাষিকে আম রক্ষণা-বেক্ষণের জন‍্য প্রশিক্ষণের মাধ‍্যমে তালিকা ভূক্ত করা হয়েছে।উত্তম কৃষি ব‍্যবস্থাপনার মাধ‍্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকারক রাসায়ন মুক্ত আম ঢাকায় বিএস টি আই ল‍্যাবে পরিক্ষা করে বিদেশে রপ্তানি করা হয়।

কন্টাক্ট ফার্মার এসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলাম(ছানা) জানান,মহামারি করোনা ভাইরাসের কারণে গত মৌসুমে আমরা বিদেশে আম পাঠানো সম্ভব হয়নি।এর আগে(২০১৯) সালে আমরা আম বিদেশে রপ্তানি করেছি।এ বছর চাষিরা ঠিকমত বিদেশে আম পাঠাতে পারলে আরও উৎসাহী হবেন।ফলে দেশের অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা রাখবেন।

আম রপ্তানির ক্ষেত্রে বাঘায় আমের জন‍্য কোন প‍্যাকেজিং হাউজ নেই উল্লেখ করে বলেন,এই আম যাবে ঢাকার প‍্যাকেজিং হাউজে।এ ভাবে যেতে যেতে কিছু আম নষ্ট হয়ে যায়। আমের গুনগত মান ঠিক থাকে না।যদি বাঘায় আম রক্ষনা ও প্যাকেজিং হাউজ তৈরী কারা যেতে।তাহলে আম চাষীরা সহ দেশ আরও লাভবান হবে।

তাই বাঘা থেকে আম প‍্যাকেজিং করে আকাশ পথে সরাসরি ঢাকায় পাঠানোর দাবি জানান তিনি।

কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জানান, বাঘা উপজেলায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আম চাষ করা হয়েছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা  হয়েছে ১ লক্ষ মেট্রিক টন।এ বছর বিদেশে ৩০০ টন আম রপ্তানির পরিকল্পনা হয়েছে।গত বছর(২০২০)এখান থেকে কোন আম রপ্তানি হয়নি।তবে তার আগের বছর (২০১৯)বাঘা থেকে ৩৫ টন আম রপ্তানি হয়েছিল বিদেশে।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply