শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
হিমেল স্মরণে রাবিতে চিত্রকর্ম প্রদর্শনী

হিমেল স্মরণে রাবিতে চিত্রকর্ম প্রদর্শনী

হিমেল স্মরণে রাবিতে চিত্রকর্ম প্রদর্শনী
হিমেল স্মরণে রাবিতে চিত্রকর্ম প্রদর্শনী

রাবি প্রতিনিধি: আশপাশ থেকে কুড়িয়ে আনা ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে হিমেলের নিহত হওয়ার স্থান। একটু দূরেই দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে পুড়ে ছারখার হওয়া ঘাতক ট্রাক। মাঝের পরিসরটায় হিমেলের হাতেগড়া অন্তত ২০ টি শিল্পকর্ম সাজিয়ে করা হয়েছে হিমেল কর্নার। সামনেই বালু আর ইটের খোয়া দিয়ে মস্তিষ্ক পিষে যাওয়া হিমেলের মৃতদেহের প্রতিকৃতি গড়া হয়েছে। এর মাঝে বেজে উঠেছে করুণ সুর, হিমেলকে হারিয়ে বিমর্ষ এক তরুণ খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছে ঘাতক ট্রাক আর স্থান যেখানে নির্মমভাবে জীবন দিয়েছে হিমেল।

এভাবেই ক্যাম্পাসের ভেতর ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী করেছে চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মাহবুব হাবিব হিমেল একাডেমিক ভবনের সামনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৬ দিন ব্যাপী হিমেল স্মরণে উন্মুক্ত আর্টক্যাম্প আয়োজন করেছিল তার চারুকলার সতীর্থরা। সে ক্যাম্প থেকে সৃষ্ট ২ শতাধিক শিল্পকর্মের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে হিমেলের করা অন্তত ২০ টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে এতে।

আয়োজক শিক্ষার্থীরা বলেন, হিমেল স্মরণে করা তাদের আর্ট ক্যাম্পের আজ শেষদিন। তারা তাদের মনের ভাবকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে এর মাধ্যমে। হিমেলকে হারিয়ে সকলেই শোকে মর্মাহত।

গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী শামসুন্নাহার তিশা বলেন, “সব কথা তো আর মুখে বলে প্রকাশ করা যায় না। হিমেলের মৃত্যু প্রত্যক্ষভাবে দুর্ঘটনা হলেও পরোক্ষভাবে এটি হত্যাকান্ড। ঘটনাটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চিত্র নয় পুরো বাংলাদেশের চিত্রকে দেখিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। স্বাধীন ও সার্বভৌম একটি দেশে নিরাপত্তা মৌলিক অধিকার হলেও প্রতিনিয়ত এটির অভাব বোধ করছি।”

চিত্রকর্ম প্রদর্শনী সম্পর্কে হিমেলের সহপাঠী  আতিক ইমরান বলেন, “হিমেলের বন্ধু, ছোট ভাই ও বড় ভাইদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদী চিত্রকর্ম প্রদর্শনী করা হয়েছে। আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে প্রতিবাদ চলমান থাকবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। হিমেল চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরপরই আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেসময় কয়েক দফা দাবির মধ্যে মাহমুদ হাবিব হিমেলের নামে বিজ্ঞান ভবনটির নামকরণের দাবি জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মতিহার বার্তা / ইএবি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply