শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
শাহ মখদুম থানা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত উন্নয়ন মানেই আওয়ামী লীগ লিটন

শাহ মখদুম থানা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত উন্নয়ন মানেই আওয়ামী লীগ লিটন

শাহ মখদুম থানা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত উন্নয়ন মানেই আওয়ামী লীগ লিটন
শাহ মখদুম থানা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত উন্নয়ন মানেই আওয়ামী লীগ লিটন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, চাকরি ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়ালেখায় ভালো করছে। আমাদের দেশের নারীরা বিমান চালাচ্ছে, পুলিশ সহ সব সেক্টরে চাকরি করছে, এমনকি আফ্রিকার মতো দেশে শান্তিরক্ষী মিশনে কাজ করছে। এটি আমাদের জন্য গর্বের। নারীদের যারা ঘরে রাখতে চান, তাদের পেছনে নারীরা থাকবে না। আগামীতে নারীরা আওয়ামী লীগের সাথেই থাকবে।

তিনি আরো বলেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সৃষ্টি বাংলাদেশ। মহান স্বাধীনতার পর দেশ গড়ার অনেক কাজ করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি তা করতে পারেননি, ঘাতকদের হাতে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। তবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু করছি। নির্মাণের শুরুতে পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াত নানা অপ্রচার চালিয়েছিল, দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। খালেদা জিয়া নিজেই বলেছিল এই সেতু নিরাপদ নয়। তারা যেহেতু পদ্মা সেতু চাননি, তাই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পদ্মা সেতু দিয়ে নদী পারাপার করবেন না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকেন। তাই আগামীতে আবারো শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করবে জনগণ।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সম্মেলনে মঞ্চে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের করেন প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন ও অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শাহ মখদুম থানা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি পদে সৈয়দ আখতারুল আলম ও সাধারণ সম্পাদক পদে শাহাদত হোসেন শাহুকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মতিহার বার্তা / এম আর টি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply