শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার!
বাঘ ধরার ফাঁদে টোপ ছিল মুরগি, চুরি করতে ঢুকে নিজেই পড়লেন ফাঁদে, তার পর?

বাঘ ধরার ফাঁদে টোপ ছিল মুরগি, চুরি করতে ঢুকে নিজেই পড়লেন ফাঁদে, তার পর?

বাঘ ধরার ফাঁদে টোপ ছিল মুরগি, চুরি করতে ঢুকে নিজেই পড়লেন ফাঁদে, তার পর?
বাঘ ধরার ফাঁদে টোপ ছিল মুরগি, চুরি করতে ঢুকে নিজেই পড়লেন ফাঁদে, তার পর?

আন্তর্জাতিক ডেস্ক: এলাকায় চিতাবাঘের উপদ্রব শুরু হওয়ার পর বন দফতর খাঁচা পাতে। তাতে টোপ হিসাবে রাখা হয় একটি মুরগি। সেই মুরগি চুরি করতে ঢুকেই খাঁচায় আটকে পড়লেন এক ব্যক্তি।

বাঘ ধরতে পাতা খাঁচায় রাখা ‘টোপ’ মুরগি নিতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি গ্রামে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি খাঁচার ভিতরে আটকে পড়েছেন। খাঁচার সবুজ লোহার রড ধরে তাঁকে বার করার আকুতি জানাচ্ছেন। পরবর্তী কালে বন বিভাগ থেকে এই ভিডিয়োর সত্যতা স্বীকার করা হয়। তার পরেই জানা যায় গোটা ঘটনা।

সংবাদ সংস্থা এএনআইকে বন দফতরের আধিকারিক রাধেশ্যাম জানিয়েছেন, এক ব্যক্তি খাঁচায় ঢুকে মুরগি নিতে চেয়েছিলেন। মুরগিটি টোপ হিসাবে খাঁচায় রাখা হয়েছিল। মুরগিতে টান পড়তেই খাঁচার দরজা নেমে আসে। তিনি বলেন, ‘‘এই এলাকায় একটি চিতাবাঘ ঘুরছে খবর পাওয়ার পরই আমরা খাঁচা পাতি। তার আগে এলাকায় চিতাবাঘটিকে খুঁজে দেখা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। তাই খাঁচা পাতা হয়।’’

কিন্তু কী ভাবে বাঘের খাঁচায় মানুষ আটকে পড়লেন? বনাধিকারিকরা বলছেন, ‘‘টোপ হিসাবে মুরগি রাখা হয়েছিল খাঁচায়। যাতে মুরগির টানে চিতাবাঘ এসে ঢোকে খাঁচায়। কিন্তু ওই ব্যক্তি ঢুকে পড়লেন। তিনি মুরগিকে টানতেই খাঁচার দরজা বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তি আটকে পড়েন। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য তাঁকে মুক্ত করা হয়।’’

উত্তরপ্রদেশের এই অংশে চিতাবাঘের উৎপাত নতুন কিছু না। বিভিন্ন সময় খাবারের আশায় মানুষের বসতি এলাকায় তারা ঢুকে পড়ে। গবাদি পশুদের প্রাণও যায় তাদের হাতে। বন দফতরও চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। কিন্তু চিতাবাঘ ধরার খাঁচায় মুরগি চুরি করতে ঢুকে ফাঁদে আটকে পড়ার ঘটনা মনে করতে পারছেন না কেউই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply