শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
রুয়েটে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা আবিরকে দেখতে রামেকে ছাত্রলীগ নেতা কর্মীদের ভিড়

রুয়েটে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা আবিরকে দেখতে রামেকে ছাত্রলীগ নেতা কর্মীদের ভিড়

রাবি প্রতিনিধি : রুয়েটে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ আবিরকে দেখতে রুয়েট, রা:বি ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারন শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সকাল থেকেই ভিড় করতে দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালের ৫নং ওয়ার্ডে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

আহত রুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবিরের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি জানান, গতকালের ছেয়ে আজ একটু ভাল লাগছে। তবে হাতুড়ির আঘাতে মাথা ও হাটুর নিচে ব্যথা অনুভব করছি। ব্যথায় গভীর রাতে ঘুম ভেঙ্গে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমার বাবাকে বিনা কারনে অশ্লিল ভাষায় গালিগালাজ হত্যার হুমকি। আর আমাকে অন্যায় ভাবে আঘাত কারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান আবির।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে রুয়েটের প্রিন্সিপাল ইনস্টুমেন্ট ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসিন আলীকে কাজলা এলাকার ভাড়াটিয় বাসিন্দা মোঃ আসাদুল হক দুখু ও তার সহযোগীরা অশ্লিল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকী প্রদান করে।

এরপর গত বুধবার (১৬ জানুয়ারী) দুপুর ২টার দিকে রুয়েটের ওই কর্মকর্তার ছেলে রুয়েট শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ আবির বাদি হয়ে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার অপরাধে গত বুধাবার দুপুরে রুয়েটের ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসিন আলীকে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয় দুখু ও তার সঙ্গীরা।

ওই সময় আবির সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করায় বিকাল সাড়ে চারটার দিকে দুখু ও তার সহযোগীরা আবিরকে হামলা করে হাতুড়ি ও লাঠি দ্বারা পিটিয়ে গুরুতর আহত করে। ওই সময় আবিরের পিতার চিৎকারে রুয়েটের শিক্ষার্থীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

পরে আবিরকে উদ্ধার করে রামেকের ৫নং ওয়ার্ডে ভর্তি করে শিক্ষার্থীরা। বর্তমানে আবির রামেকে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আবিরের পিতা বাদি হয়ে বুধবার রাতেই মতিহার থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার তদন্ত পূর্বক মামলাটি রুজু করা হয়। মতিহার থানার মামলা নং-২৬, তাং- ১৭-০১-২০১৯ইং।

মতিহার বার্তা ডট কম  – ১৮ জানুয়ারি, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply