এম. সিয়াম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রতিটি অনুষদের নিজ নিজ শ্রেণিকক্ষে ”ওরিয়েনটেশন প্রোগ্রাম”-এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগতম ও অভিনন্দন জানান শিক্ষক ও কর্তৃবৃন্দগণ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছে। তবে মোটা ৯টি অনুষদ মিলিয়ে ৬০ আসন ফাঁকা রেখেই শরু হয়েছে ক্লাস।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড.এম.এ.বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার থেকে ক্লাস শুরু হওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এম.এ. বারী জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারী থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বলেন, কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সবগুলো ইউনিট মিলিয়ে ৬০টির মত আসন ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিলো।
মতিহার বার্তা ডট কম–২১ জানুয়ারী ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.