রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, আহত-৮

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, আহত-৮

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, আহত-৮

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজন গুরুতর আহত হন। তবে রাত ৮টা পর্যন্ত ভোটের ফলাফল জানা যায়নি।

আহতরা হলেন, সাধারণ সম্পাদক প্রার্থী সাইরুল (৪৫), বাদশা (৪৫), রুবেল (২৫), স্বপন (৩৫), মানিক (২৫), কচি (৩৫), নাইম (১৫)  হবি (৪৫) প্রমুখ। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

রাত ৮টার দিকে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘এই ঘটনায় সাতজন আহত হয়েছে। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্মমানে ভোট গণনা চলছে।

এর আগে সকালে নগরীর পাঠানপাড়া এলাকার নাইস কনভেনশন সেন্টারে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকেই সকল প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করেন।

বিকেল ৩ টা ৫০ মিনিটে ভোট কেন্দ্রের বাইরে দাড়ানোকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মাহাতাব হোসেন ও মমিনুল ইসলাম মোমিনের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। খবর ছড়িয়ে পড়লে ভোট কেন্দ্রের ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর ভোট কেন্দ্রের বাইরে লাঠিসোটা নিয়ে উভয় প্রার্থীর সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের সাত জন আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অবস্থান নিবে পুলিশ বলে জানিয়েছেন, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতিহার বার্তা ডট কম – ০৪ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply