শিরোনাম :
নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
‘ধর্মনিরপেক্ষর কারনে মণ্ডপে এবার জায়গা পেয়েছে গির্জা, মসজিদ ও মাতৃ প্রতিমা

‘ধর্মনিরপেক্ষর কারনে মণ্ডপে এবার জায়গা পেয়েছে গির্জা, মসজিদ ও মাতৃ প্রতিমা

ধর্মনিরপেক্ষর কারনে মণ্ডপে এবার জায়গা পেয়েছে গির্জা, মসজিদ ও মাতৃ প্রতিমা
ইন্ডিয়া মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রীতির দুর্গাপুজো ঘিরেও বাঁধল বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল বেলেঘাটার ৩৩ পল্লিবাসী বৃন্দ-র পুজোর বিরুদ্ধে। আর তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। গোটা ঘটনায় শোরগোল পড়েছে শহর জুড়ে।
 
তবে বেলেঘাটার ৩৩ পল্লিবাসী বৃন্দ-র দাবি, তাদের পুজোর এবারকার থিম ‘আমরা এক, একা নই।’। আর এই ‘ধর্মনিরপেক্ষ’ থিমের কারণেই মণ্ডপে এবার জায়গা পেয়েছে গির্জা, মসজিদ ও মাতৃ প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বিতর্ক বাঁধানোর চেষ্টা করছে। তাঁদের দাবি, দুর্গাপুজোয় আজান বাজানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত।’ তবে এই থিম নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের দাবি, মণ্ডপের মধ্যে আজান বাজানোয় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
 
৩৩ পল্লীবাসী বৃন্দের প্রায় ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নেতাজিনগর এলাকার বাসিন্দা আইনজীবী শান্তনু সিংহ। এই পুজো ঘিরে রীতিমতো ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতেও। এই পুজোর অন্যতম কর্মকর্তা তৃনমূল কংগ্রেস নেতা পরেশ পাল। তাঁর নামেও দায়ের হয়েছে অভিযোগ। এঘটনায় রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, বিজেপি ও আরএসএস বাংলার সংস্কৃতি জানে না। তিনি বলেছেন বিজেপি,আরএসএস বাংলায় বিভাজনের রাজনীতি করছে।
 
উল্লেখ্য, এই পুজোর থিম যে শিল্পীর মাথায় এসেছে সেই রিন্টু দাসের বক্তব্য, আমাদের এবারকার থিম ‘আমরা এক, একা নই।’ সাম্প্রদায়িকতা ভুলে সকলে যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে সে কথা মাথায় রেখেই দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়েছে এই মণ্ডপ। উল্লেখ্য বিষয় হল, পুজোর থিম বিবেচনা করেই এবার প্রতিমার হাতে কোনও অস্ত্র তুলে দেওয়া হয়নি। ‘মা’ এখানে সম্প্রীতি ও শান্তিদায়িনী।
 
পুলিশের তরফে অফিসিয়ালি ভাবে এই ঘটনায় কিছু জানানো হয়নি। তবে কলকাতা পুলিশ ঘটনার দিকে কড়া নজর রেখেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই প্যান্ডেল ঘিরে পোস্ট হওয়া যাবতীয় ভিডিওর দিকে নজর রাখছে সাইবার সেলের কর্মীরা।

মতিহার বার্তা ডট কম  ০৭ অক্টোবর  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply