শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
রাজশাহীর পুঠিয়ায় পূর্ব শক্রতার জের ধরে পুড়িয়ে মারার চেষ্টা, আটক দুই

রাজশাহীর পুঠিয়ায় পূর্ব শক্রতার জের ধরে পুড়িয়ে মারার চেষ্টা, আটক দুই

রাজশাহীর পুঠিয়ায় পূর্ব শক্রতার জের ধরে পুড়িয়ে মারার চেষ্টা, আটক দুই

পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় পূর্ব শক্রতার জের ধরে জহির আলীর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে তারই প্রতিবেশী আত্নীয়রা।

গত রোববার দিবাগত রাত্রি অনুমানিক ১০টার সময় উপজেলার ভালুকগাছী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় জহির আলী ও পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পায়। জরিহর আলী ঐই গ্রামের জাকের মোল্লার ছেলে।

পর দিন জহির আলী পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশ রমকৃষ্ণপুর গ্রামের হোসেন মোল্লা ও তার স্ত্রী জবেদা বেগমকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, জহিররে প্রতিবেশী হোসেন মোল্লা, শাহিন, নওশাদ আলীসহ আরো বেশ কয়েকজন মিলে রোবার দিবাগত রত্রি ১০টার সময় জহির আলীর গোয়াল ঘরে আগুন দেয়। পরে আগুন জহির আলীর বসত ভিটার দুইটি ঘরে ছড়িয়ে পরে।

বিষয়টি জহির আলী টের পেয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। সেসময় আগুনে ঘরে থানা আসাবাব পত্র নগদ টাকা স্বর্ণের গহনা পুড়ে যায়। এতে প্রায় তার চার লক্ষ টাকার ক্ষতি হয়।

পরে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ভুক্তভোগি জহির আলী বলেন, জমিজমা নিয়ে তাদের সাথে আমাদের অনেক আগে থেকে শক্রতা চলছিলো। এর জন্য তার আমাদের প্রায়ই মারপিটসহ আগুন দিয়ে পুড়িয়ে মারর হুমকি দিয়ে আসছে। আমি তাদের বিরুদ্ধে থানা অভিযোগ দিলে মঙ্গলবার সকালে হোসেন মোল্লাসহ তার স্ত্রী জবেদা বেগম ও তার সহযোগিরা আমার বাড়িতে সামনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারপিটের হুমকি দিতে থাকে। সেসময় পুঠিয়া থানা পুলিশকে খরব দিলে ঘটনা স্থল থেকে পুলিশ হোসেন মোল্লা ও তার স্ত্রী জবেদা বেগমকে আটক করে।

এব্যাপারে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, এ ঘাটনায় দুই জনকে আট্ক করা হয়েছে বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

মতিহার বার্তা ডট কম  ০৮ অক্টোবর  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply