নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে অপত্তিকর অবস্থায় যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর কাজলা ফুলতলা এলাকা থেকে এক নারীসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতা হলেন, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর কাজলা বটতলা হাসানের বাড়ীর ভাড়াটিয়া দুই সন্তানের জননীর সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন যুবলীগ নেতা মিঠু। সেই সুবাদে গভীর রাতে দেখা করতে যান তিনি। এনিয়ে অপত্তিকর অবস্থায় স্থানীয়রা ওই যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, পরকীয় প্রেমের জেরে রাজশাহীতে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিঠু শেখকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে।
রাজশাহীর সময় ডট কম -০৯ অক্টোবর ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.